নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্র উপদেষ্টা বিগ্রেডিয়ার এম সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে তাৎক্ষণিক রাজশাহী মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সোমবার রাত সাড়ে ৮টায় মালোপাড়াস্থ বিএনপি দলীয় কার্যালয়ের সামনে থেকে নেতৃবৃন্দ মিছিল বের করে সোনাদিঘির মোড় হয়ে সাহেববাজার জিরো পয়েন্টসহ নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুণরায় পার্টি অফিসের সামনে শেষ করেন। সেখানেই সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবীতে বিভিন্ন ধরনের স্লোগান দেন তারা।
যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সভাপতি ও রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন, সদস্য সচিব শাহরিয়ার আমিন বিপুল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি ও সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের মহানগর ও বিভন্ন থানা এবং ইউনিটের শত শত নেতাকর্মী।
রিটনসহ উপস্থিত বিভিন্ন দলের নেতৃবৃন্দ বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা বিগ্রেডিয়ার এম সাখাওয়াত হোসেনের বক্তব্য উদ্দেশ্য প্রণোদিত। যে স্বৈচারার সরকারের প্রধান হাজার হাজার ছাত্র-জনতার রক্ত খেয়ে ভারতে পালিয়ে গেছে। যে দলের নেতাকর্মীরা দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। দেশের সব সেক্টরকে ধ্বংস করে দেশকে একশ বছর পিছিয়ে দিয়েছে, সেই হায়নারুপি ফ্যাসিস্ট রক্ত পিপাসু হাসিনার দলের গুনকৃত্তন করে তিনি দেশদ্রোহিতার ন্যায় অন্যায় করেছেন।
তারা আরো বলেন, এদেশে আর কোন স্বৈরাচারের ঠাঁই হবেনা। আগামীতে বিশ^াস ঘাতক, বাকশালী আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে চিরতরে বিদায় করা হবে। কোনভাবেই এই দল আর বাংলাদেশে রাজনীতি করার সাহস পাবেনা। এই দলকে নব্য রাজাকার এবং দলের সকল নেতাকর্মীদের রাজাকার হিসেবে চিন্থিত করে আইনের আওতায় নিয়ে এসে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে বলে উল্লেখ করেন তারা। বক্তব্যে সকল নেতা এই স্বরাষ্ট্র উপদেষ্টার অনতিবিলম্বে পদত্যাগ দাবী করেন। তা না হলে আবারও দেশে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারী দেন তারা।