নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান কল্যাণ ফ্রন্ট, রাজশাহী কমিটির আয়োজনে বুধবার বিকেল সাড়ে ৪টায় রাজশাহী সাহেবক বাজার জিরোপয়েন্ট হনুমানজিয়র আখড়ার সামনে অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত সকল শহীদের আত্মার শান্তি কামনা ও হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে অবস্থান কর্মসূছীতে সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান কল্যাণ ফ্রন্ট, রাজশাহী কমিটির সভাপতি অচিন্ত্য কুমার সান্টু।
কর্মসূচীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান কল্যাণ ফ্রন্ট, বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার মন্ডল, রাজশাহী কমিটির সাধারণ সম্পাদক অশোক কুমুার ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক সজল সরকার ও রিপন রায়, সহ-সাধারণ সম্পাদক রনি রায়, সাংগঠনিক সম্পাদক সুব্রত রায়, সহ-সাংগঠনিক সম্পাদক জনি, মিলন, অনিক ও সৌরভ, প্রচার সম্পাদক গনেশ দাস, ধর্মবিষয়ক সম্পাদক বাপ্পা কুমার চৌধুরী, কোষাধ্যক্ষ বিশ^জিৎ সরকার ও সহ-কোষাধ্যক্ষ আকাশ কুমার দাস। এছাড়াও অত্র কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
উপস্থিত নেতৃবৃন্দ বক্তব্যের পূর্বে শহীদদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরাবতা পালন করেন। এরপর বক্তব্যে তারা বলেন, কোটা বৈষম্য আন্দোলন থেকে শুরু করে সরকার পতনের একদফা আন্দোলনে যারা ছাত্র-জনতাকে শহীদ ও আহত করেছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।