নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরের অন্তর্গত সকল থানা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে দোয়া ও অবস্থান কর্মসূচী পালিত হয়। মাদার অব ডেমোক্রেসি বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে সকাল থেকে নেতৃবৃন্দ রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে অবস্থান করেন। পরে তারা বেলা সাড়ে ১১টার দিকে সেখান থেকে মিছিল বের করে নগরীর প্রধান প্রধানর সড়ক প্রদক্ষিণ করে সোনাদিঘির মোড় সিটি সেন্টারের সামনে অবস্থান নিয়ে বক্তব্য রাখেন।
বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টুর সভাপতিত্বে কর্মসূচীতে উপস্থিত ছিলেন শাহ্ মখ্দুম থানা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, সাবেক সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন ইকবাল, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ, ১৭নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আনারুল আমিন আযব, যুবদল রাজশাহী মহানগরের সাবেক সভাপতি বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইট, যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল, মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মাঈনুল হক হারু ও বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক জীবন।
আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন, সাবেক সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন, শাহ্ মখ্দুম থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পরাগ, মহানগর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মর্ত্তুজা ফামিন, সিটি কলেজর ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন ও শাহ্ মখ্দুম থানা ছাত্রদলের আহ্বায়ক ডলারসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের শত শত নেতাকর্মীবৃন্দ।
উপস্থিত নেতৃবৃন্দ বেগম জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেকসহ বিএনপি, অঙ্গ ওসহযোগি সংগঠেেনর নেতৃবৃন্দেও দীর্ঘ্যায়ু কামনা করেন। সেইসাথে সাবেক পধান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তাঁর সকল দোসরকে আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান।