নিজস্ব প্রতিবেদক: ‘সকল কাজে বারো মাস বর্ষাকালে লাগাই গাছ’ এই স্লোগান নিয়ে রাজশাহী মহানগরীর ভদ্রা আবাসিক এলাকায় অবস্থিত সাইদুর রহমান স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যে ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় অত্র শিক্ষা প্রতিষ্ঠান চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ৭৫০টি গাছের চারা বিতরণ করা হয়।
চারা বিতরণ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের ডেপুটি রেজিষ্টার ও রাজশাহী লায়ন্স ক্লাবের সহ-সভাপতি আব্দুল মালেক। সামাজিক বনায়ন কার্যক্রম, বন বিভাগ রাজশাহীর সহযোগিতায় এবং সাইদুর রহমান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিসার্স ট্রেনিং কলেজ রাজশাহীর অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সামাদ মন্ডল ও অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নাসরিন বেগম।
প্রধান অতিথি বলেন, দেশের পরিবেশ রক্ষায় গাছ অতি প্রয়োজন। এছাড়াও অক্সিজেন জীবকুলকে বাঁচিয়ে রাখে। গাছ মানুষের ছাড়া নাইট্রোজেন গ্রহন করে, অন্যদিকে অক্সিজেন ছেড়ে মানুষকে বাঁচিয়ে রাখে। এজন্য প্রতিটি বাড়ির আঙ্গিনায় ও আশে পাশে গাছ থাকা খুব দরকার। তিনি সবাইকে এই মৌসুমে অন্তত তিনটি করে গাছের চারা রোপন করার পরামর্শ দেন। বক্তব্য শেষে তিনি শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করেন। সেইসাথে শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের নিয়ে তিনি রাস্তায় পাশে গাছের চারা রোপন করেন।