রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৮:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী ওয়াসা’র নির্বাচনে সভাপতি সফিকুল,সাধারণ সম্পাদক ইকবাল বানেশ্বর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ খেলাধুলার মাধ্যমে মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে বিরত রাখা সম্ভব:মিলন রাজশাহী মহানগর যুবদলের ১৩নং ওয়ার্ডের কর্মী সভা চারঘাট উপজেলা বিএনপি নেতা আব্দুস সালামের স্মরণ সভা ও দোয়া মাহফিল নওহাটা গ্রীন অটোব্রিকস এর চুক্তিভিত্তিক ৪০ শতাংশ মালিকানা পরিবর্তন ও আনুষ্ঠানিক উদ্বোধন কোকোর মৃত্যুবার্ষিকীতে লক্ষ্মীপুর বাজার ব্যবসায়ী সমিতির খাবার ও কম্বল বিতরণ রাজশাহীতে মাসব্যাপি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন বাড়িতে হামলা, ভাঙ্গচুর, অগ্নিসংযোগ ও মারপিটের প্রতিবাদে সংবাদ সম্মেলন পবায় একটি ভিডিও ভাইরাল হওয়ার প্রতিবাদে বিক্ষোভ

বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের কোন নেতাকর্মী অপকর্ম করলে ছাড় দেয়া হবে না :মিনু

  • প্রকাশ সময় শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ৫২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর ভদ্রা এলাকায় বিএনপি চেয়ারর্পাসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক রাসিক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু শনিবার সকাল সাড়ে ১০টায় সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী আন্দোলনে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা ও যারা চিকিৎসাধীন আছেন তাদের আশুরোগ মুক্তি কামনা করে মিনু বক্তব্য শুরু করেন। তিনি বলেন, সর্বোচ্চ নেতার আদেশে আদিষ্ট হয়ে এই সংবাদ সম্মেলন করলেন। এ সময়ে তিনি বলেন, বিএনপি’ অঙ্গ ও সহযোগি সংগঠনের কোন নেতাকর্মী যদি অপকর্ম করেন, যেমন বাড়িঘর ভাঙ্গচুর, জমি ও ব্যবসা প্রতিষ্ঠান দখল, চাঁদাবাজী ও যে কোন অফিসে গিয়ে টেন্ডারবাজী করেন তাহলে সেনাক্যাম্প,পুলিশ কমিশনার, আইন শৃংখলা বাহিনী, ডিজিএফআই, এনএসআই ও দলের জেনারেল সেক্রেটারী বরাবরে অভিযোগ করার অনুরোধ করেন।

তিনি আরো বলেন, দৃস্কৃতিকারীরারা দলের নাম ভাঙ্গিয়ে এই সকল কর্মকাণ্ডের সাথে জড়িত হয়েছে। সে যেই হোক এমন কর্মকাণ্ডে সম্পৃক্তার কারনে জাতি বিশে^র নিকট ভাবমুর্তি হারাচ্ছে। এরজন ্যযারা দায়ি তাদের আইনের শাসনের আওতায় আনা হবে। যারা সরকারের পাশে থেকে দীর্ঘ পনের বছর পালিয়ে যাওয়া শেখ হাসিনার সরকারের যারা দালাল, সন্ত্রাসী, লুটেরা ও জনগণের উপরে নির্মম নির্যাতনকারী কোন নেতাকর্মীর সাথে দলের কেউ মিশে বা আশ্রয় দেয় তাহলে তাদেরও দল থেকে বহিস্কার এবং আইনের হাতে তুলে দেয়া হবে। রাজশাহীতে কয়েকদিনে অনেক দুর্ঘটনা ঘটেছে। তিনি আঠার বছর তিন দফায় মেয়র এবং একবার সংসদ সদস্য ছিলেন। এ সময়ে তিনি সবাইকে নিয়ে কাজ করেছেন তিনি কখনো সিটি কর্পোরেশনকে দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করেননি। এ শহর তার একার নয়। সবার শহর। সবাই মিলে তিনি শান্তির শহর হিসেবে গড়ে তুলেছিলেন।

সিটি কর্পোরেশন থেকে জনগণের সেবা নিশ্চিত করেছিলেন। এজন্য ২০০৪সালে ইউনাইটেড নেশন কর্তৃক শান্তির এই হ্যাপি সিটি ইন ওয়ার্ল্ড ও ক্লিন সিটি, গ্রীন সিটি হিসেবে উপাধী পেয়েছিলো। তিনি বলেন, আগামী কয়েকদিনের মধ্যে রাজশাহী থেকে যারা শহীদ হয়েছেন তাদের পক্ষ থেকে অথচ মামলা করা হবে। এখন মিডিয়িা স্বাধীন। এখন মিডিয়া কারো নয়। আমি যদি অন্যায় করি তাহলে আমার নামেও মিডিয়াতে আনবেন। তিনি বলেন প্রায় দেড়শ বছরের পুরোনো ব্রিটিশ কাউন্সিল দখল হয়ে গেছে। এটা কোনভাবেই কাম্য নয়। এটা প্রত্নতাত্ত্বিক বিভাগকে দিয়ে উদ্ধার করার কথা বলেন। সেইসাথে সেখানে আবারও লাইবরেী হবে বলে উল্লেখ করেন। ভারত উমহাদশের মধ্যে মাত্র তিনটি। এরমধ্যে রাজশাহীতে এটি একটি। এটা কোনভাবেই ধ্বংস হতে দেয়া হবেনা।

রাজশাহী শিক্ষা নগরী। রাজশাহীতে আরো দুইটি ইউনিভার্সিটি করা হবে বলেও উল্লেখ করেন তিনি। তিনি আরো বলেন, আওয়ালীগ দলীয় কার্যালয় সহ বিভিন্ন কার্যালয় বিক্ষুদ্ধ জনতা ভেঙ্গেছে খুনি হাসিনা যখন পালিয়ে গেছে তখই এই ঘটনা ঘটেছে। আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা বিএনপি দলীয় কার্যালয় ভেঙ্গে দিয়েছে। এখন তারা নিজ বাড়িতে কার্যালয়ের কাজ করছেন। কিন্তু তিনিতো দখলে যাননি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিনু বলেন, সিটি কর্পোরেশনকে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন দলীয় কার্যালয়ে পরিণত করায় এধরনের ঘটনা ঘটেছে। লিটন সিটি কর্পোরেশনেকে সন্ত্রাসীদের আখড়ায় পরিণত করেছিলেন। অস্ত্রধারীরা কর্পোরেশনের গেস্ট হাউজে ছিলো। রাসিক এর নাগরিক সুযোগ সুবিধা বিষয়ে তিনি বলেন, বিভাগীয় কমিশনার হয়তবা এর দায়িত্ব নেবেন। এতে করে দ্রুত সমস্যা সমাধান হবে বলে জানান।

তিনি আরো বলেন, ইউনিয়ন, পৌরসভার সকল সদস্যদের অব্যাহতি দিয়েছে সরকার। এগুলো এখন ইউএনও চালাবেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারেক রহমান অবশ্যই দেশে ত্রুত ফিরবেন। শুধু তারেক রহমান নয় শেখ হাসিনাকেও ফিরতে হবে। তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। জোট গঠন বিষয়ে সময় কথা বলবে বলে জানান। আর তারেক রহমানকে দেশে আনা বিষয়ে চাঁদা আদায়ের বিষয়ে তিনি শুনেছেন। এ বিষয়ে ইতোমধ্যে ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এছাড়াও দলের কেউ দখলদারী হলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, বিএনপি একটি অনেক বড় দল। এই দলে কিছু দলীয় সমস্যা থাকতেও পারে। তবে এটা ঠিক হয়ে যাবে বলে উল্লেখ করেন । সেইসাথে তিনি সাংিবাদিকদের সহযোগিতা চান।

সংবাদ সম্মেলনে এ সময়ে উপস্থিত ছিলেন রাজশাহী বার সমিতির সভাপতি সিনিয়র আইনজীবী আবুল কাশেম, কুষ্টিয়া বিশ^বিদ্যালয়ে সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর রফিকুল ইসলাম ও ড্যাব কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ডাক্তার ওয়াসিম হোসেন ও রাজশাহী বার সমিতির সাধারণ সম্পাদক জমসেদ আলী ও মহানগর বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক নাজমুল হক ডিকেনসহ সাংবাদিকগণ।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin