নিজস্ব প্রতিবেদক: রাজশাহী শহরকে বৃক্ষ শূন্য করে ফেলেছে পলাতক রাসিক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। তিনি উন্নয়নের নামে রাস্তার পাশের, পুকুর পাড়ের সকল গাছ কেটে সাবার করে দিয়েছে। ফলে রাজশাহী মহানগর এখন আগুনের কুন্ডলীতে পরিণত হয়েছে। মানুষ গরমে অতিষ্ট হয়ে পড়েছে। শোনা যাচ্ছে আগামী বছর নাকী সারা পৃথিবী জুরে গরম আরো বেশী পড়বে। পরিবেশবিদরা এমনটাই আসংখ্যা করছেন। এতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল যেমন গরম হবে তেমনি রাজশাহী মহানগরীও একই পর্যায়ে আসবে।
এ অবস্থা থেকে উত্তরনের জন্য সেভ দি ন্যাচার এন্ড লাইফ এবং ছাত্রদের উদ্যোগে শনিবার হেতেমখাঁ গোরস্থানে পরিবেশ বান্ধব নিম গাছ লাগানো হয়। এসময়ে সেভ দি ন্যাচার এন্ড লাইফ এর চেয়ারম্যান মিজানুর রহমান ইউসুফি, কোটা বৈষম্য আন্দোলনের সমন্বয়কারী ফরহাত ও জুলফিকার সহ অন্যান্য শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।