নিজস্ব প্রতিবেদক: বাগমারা তাঁতীদলের আয়োজনে শনিনবার রাতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অবৈধ অনির্বাচিত খুনি হাসিনা সরকারকে পদত্যাগ করার জন্য কোটা বৈষম্য বিরোধী ও সরকার পতনের একদফা ছাত্র-জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেও রুহের মাগফিরাত কামনা, বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর সুস্থতা কামনায় এই সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা তাঁতীদলের সভাপতি কুতুব উদ্দিন বাদশা।
প্রধান বক্তা হিসেবে উপস্থিতছিলেন রাজশাহী জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক এম মুঈদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা তাঁতীদলের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক খোকন আলী। সভায় সভাপতিত্ব করেন বাগমারা উপজেলা তাঁতি দলের আহ্বায়ক আব্দুল লতিফ মুকুল। সভা পরিচালনা করেন বাগমারা উপজেলা তাঁতীদলের সদস্য সচিব শামীম হোসেন ।