নিজস্ব প্রতিবেদক: মতিহার থানায় করা ফৌজদারী বিধান ১৫৪ ধারা মামলায় হাজিরা দিলেন বিএনপি নেৃতৃবৃন্দ। রোববার বেলা ১১টা দিকে তাঁর রাজশাহী মেট্রোপলিটন কোর্টে হাজিরা দেন। এই মামলায় মোট ৪৬জনকে আসামাী করা হয়। হাজিরার সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, রাসিক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি সাবেক সভাপতি এবং রাসিক সাবেক মেয়ার মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনবার্সন সহ-বিষয়ক সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’ সাবেক সাধারণ সম্পাদক এডভোকে শফিকুল হক মিলন।
আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল হক রানা, বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সভাপতি নিজস্ব প্রতিবেদক: মতিহার থানায় করা ফৌজদারী বিধান ১৫৪ ধারা মামলায় হাজিরা দিলেন বিএনপি নেৃতৃবৃন্দ। রোববার বেলা ১১টা দিকে তাঁর রাজশাহী মেট্রোপলিটন কোর্টে হাজিরা দেন। এই মামলায় মোট ৪৬জনকে আসামাী করা হয়। হাজিরার সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, রাসিক মেয়র ও সংসদ সদস্য মিজানুর সাইদুর রহমান পিন্টু, সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, সাবেক সাংগঠনিক সম্পাদক ইককাল হোসেন দিলদার, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট ও মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবিসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
হাজিরা শেষে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার বিতারিত হয়েছে। এই সুযোগে একটি মহল লুটপাট, জমি দখল ও ভাঙ্গচুরসহ নানা অপকর্ম শুরু করেছে। এই কাজের সঙ্গে যদি বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীগণ জড়িত থাকেন, তাহলে তাদের আইনের নিকট তুলে দেয়া হবে। সেইসাথে তাকে দল থেকে বহিস্কারসহ আরো কঠোর পদক্ষেপ নেয়া হবে বলে হুঁশিয়ারী দেন তিনি।