নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রাণ নিয়ে পালিয়ে চলে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫আগস্ট তিনি দেশ ত্যাগ করেন। সেদিন বিক্ষুদ্ধ জনতা পুলিশেল হামলা ও থানা ভাঙ্গচুর করে। সেইসাথে আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের বাড়িঘর ও অন্যান্য স্থাপনাও ভাঙ্গচুর করে। সেইসাথে মহানগরীর বিভিন্ন থানায় আগুন ও লুটতরাজ করে।
ঐ সকল লুটতরাজ মালামালের মধ্যে রোববার রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবির নেতৃত্বে আরএমপি বোয়ালিয়া থানা অফিসার ইনচার্জ এর নিকট ১২টি রাবার বুলেট, চাইনিজ রাইফেলের গুলি নয়টি, সাউন্ড গেনেড তিনটি, গ্যাস মাস্ক একটি ও অন্যান্য পন্য। এ সময়ে তার সঙ্গে ছিলেন যুবদল নেতা তাহমিদ জাকি ও লতিফুল ইসলাম লিংকনসহ অন্যান্য নেতৃবৃন্দ।