নিজস্ব প্রতিবেদক: জাতীয় আদিবাসী পরিষদের ৯ দফা দাবিতে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলা ও মহানগরের উদ্যোগে সোমবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী মহানগরের সাহেববাজর জিরো পয়েন্টে বিগত দিনে ঘটে যাওয়া আদিবাসীদের উপর হামলা অগ্নিসংযোগ, বাড়িঘর ভাঙ্গচুর, সম্পদ লুটপাট ও নির্যাতনের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার ও নিরাপত্তার দাবিতে এই সমাবেশ ও মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়। বিশেষে অতিথি হিসেবে উপস্থিত থেকে জ্যাপ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গনেশ মার্ডী, রাজশাহী জেলা জ্যাপ এর সাধারণ সম্পাদক শুসেন কুমার শ্যামদুয়ার, জ্যাপ কেন্দ্রীয় সদস্য রাজ কুমার শাও, গোদাগাড়ী উপজেলা শাখার সভাপতি রবিন হেম্ব্রম ও সাধারণ সম্পাদক সোনাবাবু হেম্ব্রম, পুঠিয়া উপজেলা জ্যাপ এর সভাপতি শ্যামল কুমার ও সরকার সাধারণ সম্পাদক জীবন কুমার লাকড়া।
বক্তারা বলেন স্বাধীনতার দীর্ঘদিন অতিবাহিত হলেও আদিবাসীরা এখনও নির্যাতিত হচ্ছেন। প্রতিনিয়ত আদিবাসীদের ভূমি জাল হচ্ছে, নারী ধর্ষিত হচ্ছে। সুযোগ পেলেই কোনো এক মহল আদিবাসীদের ক্ষতি করছে। এখনো কোথাও কোথাও মানুষ নিগৃহীত অবস্থায় দিন কাটাচ্ছে। আদিবাসীদের প্রতি রাষ্ট্রের আইন ব্যবস্থা এখনও সঠিকভাবে বাস্তবায়ন হয় না। আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, স্বাধীন ভূমি কমিশন ও পৃথক মন্ত্রণালয় গঠনের জন্য আদিবাসী নেতারা সরকারের নিকট জোর দাবি জানান।
আদিবাসী নেতারা আরও বলেন, আদিবাসীরা নানা কারণে দেশের অন্যান্য জাতিগোষ্ঠীর থেকে পিছিয়ে সেজন্য পড়াশোনা ও উচ্চশিক্ষার ক্ষেত্রে আদিবাসীদের কোটা নিশ্চিৎ করতে হবে। প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণী- চাকুরী কোটা বহাল ও অন্যান্য চাকুরী কোটা পুনরায় বহাল রাখতে হবে। বক্তারা আরও বলেন, জীবনমান উন্নয়নে আদিবাসীদের আশ্রয়ন প্রকল্প বহাল রাখতে হবে। শিক্ষাক্ষেত্রে আদিবাসীদের মেধার ভিত্তিতে শিক্ষাবৃত্তি ও বিশেষ শিক্ষা বৃত্তি বহাল রাখতে হবে। সেইসাথে প্রাণিসম্পদ সহায়তা বহাল রাখতে হবে ।