নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে রাজশাহী কলেজের সাধারণ ছাত্র-ছাত্রীদের জন্য ১৯৯৩ সালে একটি বাস উপহার হিসেবে প্রদান করা হয়েছিলো। সে বাসটি আজও চলমান রয়েছে। নিয়মিতভাবে শিক্ষার্থীদের নিয়ে যাতায়াত করছে। এটি হচ্ছে রাজশাহী কলেজের একমাত্র বাস। আর সব ভাড়ায় চালিত। ২০১৮ সালে ছাত্রলীগের সন্ত্রাসীরা বাস থেকে বেগম খালেদা জিয়ার নাম মুছে দিয়েছিলো। রাজশাহী কলেজ ছাত্রদল সোমবার দুপুরে এই বাসের নাম পুনরায় পুণর্¯’াপন করলেন।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি, সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মূর্ত্তজা ফামিন, রাজশাহী কলেজ ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ (আবির) সদস্য সচিব আমিনুল ইসলাম, রাজশাহী কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামিল, যুগ্ম আহ্বায়ক রাশিকুজ্জামান প্রীতম, নুরুল ইসলাম বাশির, কলেজ ছাত্রনেতা নাসির হোসেন বিদ্যুৎ, মেহেদী হাসান জয়, আতিকুর ইসলাম ফায়সাল, সারোয়ার আলম সাফি, নাদিম উদ্দিন, শিমুল ও রাহাত সহ আরো অনেকে ।