নিজস্ব প্রতিবেদক: সারা দেশের ন্যায় নানা আয়োজনে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। সোমবার বিকেলে এ উপলক্ষে নেতৃবৃন্দ কাদিরগঞ্জস্থ রাজশাহী মহিলা কলেজ এর সামনে থেকে বর্নাঢ্য র্যালি বের করেন। ঢাকঢোল পিটিয়ে তারা র্যালি নিয়ে সোনাদিঘীর মোড় দিয়ে সাহেববাজার জিরোপয়েন্টসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজশাহী মহানগরীর ঐতিহাসিক ভূবনমোহন পার্কে এসে শেষ করেন। সেখানে তারা সমাবেশ করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক। সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল বাবু ও সদস্য সচিব আসাদুজ্জামান জনির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক কামিটির সদস্য সচিব মামুন অর রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন শিবলী ও বজলুল হক মন্টু, শাহ্ মখ্দুম থানা বিএনপি’র সাবেক সভাপতি মনিরুজ্জামান শরীফ, সদস্য আলাউদ্দিন, নিপু, ইমন, আরিফুল শেখ বনি ও টনি।
আরো উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাবেক সহ-সভাপতি ও রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, সদস্য সচিব রফিকুল ইসলাম ররি, মহানগর শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখি, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফ, শিপলু, তুুহিন, ইব্রাহিম, বেন্টু,আসাদ, পেট্রা ও অভি, দপ্তর সম্পাদক সৈকত ও সহ-দপ্তর সম্পাদক রাব্বী এবং মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকিসহ রাজশাহী মহানগরের অন্যান্য যুগ্ম আহ্বায়ক ও সদস্যবৃন্দ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন জনগণের সেবক। তিনি যুদ্ধবিধস্ত বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে কাজ শুরু করেছিলেন। শুধু তাইনয় তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। গণতন্ত্র সমুন্নত রাখতে এবং দেশের উন্নয়নে অংশগ্রহন ও সক্রিয় ভূমিকা রাখতে তিনি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গঠন করেন। সেইথেকে স্বেচ্ছাসেবক দল কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।