নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থী এবং স্থানীয় সচেতন মহল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও তার আওতাধীন বিভিন্ন স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে অনিয়ম ও দূর্নীতি প্রতিরোধের মাধ্যমে স্বাস্থ্যসেবার মান বৃদ্ধির দাবীতে মানববন্ধন করেন। এর আগে তাঁরা কর্ণহার থানা মোড় হতে একটি বিক্ষোভ মিছিল বের করে দারুশা বাজার হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে উপস্থিত হন।
এসময় তাঁরা অনিয়ম ও দূর্নীতি প্রতিরোধের মাধ্যমে সংস্কার ও নাগরিক স্বাস্থ্যসেবার মান বৃদ্ধির দাবি জানিয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাবেয়া বাসরী এর হাতে স্মারকলিপি তুলে দেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাবেয়া বাসরী শিক্ষার্থীদের দাবী শোনেন এবং নাগরিক স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ হন। এসময় তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের কেউ অনিয়ম ও দূর্নীতির সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান। সেইসাথে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, শিক্ষক ও স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধির সমন্বয়ে ৯ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন দারুশা কলেজের শিক্ষক আব্দুর রহিম, পবা উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শিক্ষার্থী হাসিবুল রহমান, সহ-সমন্বয়ক শিক্ষার্থী শাকিল হোসেন, সমন্বয়ক আশিকুজ্জামান, সমন্বয়ক আকাশ আলী, সমন্বয়ক কাউসার উদ্দিন (নিশান), সমন্বয়ক সজন আলী, স্থানীয় প্রতিনিধি সারোয়ার হোসেন, কর্ণহার থানার এসআই মোমিনসহ শিক্ষার্থী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার-কর্মচারীবৃন্দ, বিজিবি, সেনাবাহিনী ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতিনিধিবৃন্দ।