নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজশাহীর নওহাটা পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। নেতৃবৃন্দ পবা থানার মোড় হতে র্যালি বের কওে পৌর বাজার হয়ে নওহাটা কলেজ মোড় দিয়ে প্রধান সড়ক হয়ে পুণরায় পবা থানার মোড়ে এসে শেষ করেন। র্যালি থেকে নেতৃবৃন্দ স্বৈরাচার সরকারের প্রধান খুনি শেখ হাসিনা, রাজশাহীর মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ এমপি, মন্ত্রী ও অন্যান্য নেতৃবৃন্দের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। সেইসাথে হাসিনাসহ পলাতক সকল নেতাদের ফিরিয়ে আনার আহ্বান জানান।
মঙ্গলবার বিকেলে নওহাটা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিলনের সভাপতিত্বে র্যালি ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরফিন কনক। নওহাটা পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গোলাম রব্বানীর সঞ্চালনায় র্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিলন মন্ডল, রহমত আলী, সম্রাট, সোহাগ ও আবু সাঈদ।
এছাড়াও ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাবিবুর রহমান, ২নং ওয়ার্ড আহ্বায়ক সাজু, ৯নং ওয়ার্ড আহ্বায়ক সাহাবুল, যুবনেতা ইয়াসির আরাফাত রিয়াদ ও ফজলুল হক বাবুল, মিন্টু ও সাবেক ছাত্র নেতা জনিসহ পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এই অনুষ্ঠান বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক পবা-মোহনপুরবাসীর প্রানের নেতা জননেতা এডভোকেট শফিকুল হক মিলনের নির্দেশনায় এবং সার্বিক সহযোগিতায় এই কর্মসূচী পালিত হয়। মিলন হচ্ছেন পবা-মোহনপুরবাসীসহ রাজশাহী মহানগরের প্রানপ্রিয় নেতা। তাঁরা সবাই তাঁর সাথে ছিলেন এবং থাকবেন বলে উল্লেখ করেন। সেইসাথে এ সময়ে দলে বহিরাগতরা যেন না প্রবেশ করতে পারে এবং যারা দল থেকে বহিস্কার হয়েছেন তারা যেন দলের কোন প্রোগ্রামে অংশগ্রহন করতে না পারে সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান তিনি।