নিজস্ব প্রতিবেদক: নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটির ব্যবস্থাপনায় বাংলাদেশ কিন্ডার গার্ডেন শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৩ সালের বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ ও সনদ প্রদান করা হয়। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মহিবাথানাস্থ আব্দুল মজিদ মেমোরিয়াল একাডেমি প্রাঙ্গনে বৃত্তিপ্রাপ্ত বিদ্যালয়ের পরিচালক ও প্রধান শিক্ষকদের হাতে এই অর্থ ও সনদ তুলে দেন অত্র অনুষ্ঠানের সভাপতি ও নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটির রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি গোলাম সারওয়ার স্বপন।
এ সময় উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী মহানগরের সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সচিব ফারুক হোসেন, অর্থ সচিব আলমগীর হোসেন, নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি কাশিয়াডাঙ্গা থানা কমিটির সভাপতি আরিফুল ইসলাম সবুজ, রাজপাড়া থানা কমিটির সভাপতি ফেরদৌস সরকার মুকুল, শাহ্ মখ্দুম থানার সভাপতি শেখ সাদী মোহাম্মদ আলী, চন্দ্রিমা থানা কমিটির সভাপতি সাইদুর রহমান সাঈদ, মতিহার থানা কমিটির সচিব বদিউজ্জামান বাদলসহ অন্যান্য প্রতিনিধিগণ।
অনুষ্ঠানের সভাপতি গোলাম সারওয়ার স্বপন বলেন, সারা দেশব্যাপি অংশগ্রহনকারী শিক্ষার্থী সংখ্যা ছিলো ৩৭,৮০৬ জন। এর মধ্যে বৃত্তি পেয়েছে ট্যালেন্টপুলে ৩৬২৬ জন এবং সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ৬৫২৮ জন। সর্বমোট ১০,১৫৪ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। তিনি আরো বলেন, রাজশাহী বিভাগে অংশগ্রহনকারী শিক্ষার্থীর সংখ্যা ৭৩৫৭জন। এর মধ্যে ট্যালেন্ট মোট ৬৯৪ জন এবং সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ১২৩৪জন। আগামীতে এর সংখ্যা আরো বৃদ্ধি পাবে বলে উল্লেখ করেন তিনি।