নিজস্ব প্রতিবেদক: গত ১৫ বছরে হাজার হাজার নেতা কর্মীকে গুম-খুন-জখম, ২৮ অক্টোবর লগি-বৈঠার তান্ডব, রাতের অন্ধকারে শাপলা চত্বরে শত শত আলেম ও মাদ্রাসা ছাত্রকে পৈশাচিক কায়দায় হত্যা, নিরাপদ সড়ক ও সর্বশেষ ছাত্র-জনতার গণঅভ্যুত্থান হাজার অধিক শিশু- ছাত্র-যুবক হত্যা ও জখমের সরাসরি নির্দেশদাতা খুনি হাসিনা ও তার দানবীয় বাহিনীর বিচারের দাবীতে রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবির নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে শেষে তারা সমাবেশ করেন।
সমাবেশের পুর্বে নেতৃবৃন্দ কাদিরগঞ্জস্থ মঞিলা কলেজের সামনে থেকে মিছিল বের করে নগরী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মালোপাড়া সমাবেশ করেন। সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য সচিব রফিকুল ইসলাম রবি ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহি কমিটির সাবেক সদস্য ও রাজশাহী মহানগর যুবদলে সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল। উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম-আহবায়কবৃন্দ রকিবুল হক টফি, মাইনুল ইসলাম মিন্টু, মতিহার থানা যুবদলের সাবেক আহবায়ক শফিউল আলম টিয়া, মহানগর যুবদল নেতা তোরাব আলী পারভেজ, শফিকুল ইসলাম শ্যামল, তুলিপ, রিংকু, শুভ, সাইদুল ও রন প্রমুখ সহ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়কবৃন্দ, সদস্য ও বিভিন্ন থানা যুবদলের আহ্বায়ক, সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক ও সদস্যগণ।