নিজস্ব প্রতিবেদক: ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদ এবং আন্তর্জাতিক আইন মেনে সমতার ভিত্তিতে সকল অভিন্ন নদীর পানি বন্টনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন রাজশাহী শাখার আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন রাজশাহী শাখার সভাপতি ইফতেখারুল আহমেদ মাসুদ, সাধারণ সম্পাদক আহসান হাবীব, রাষ্ট্র সংস্কার আন্দোলন রাজশাহী জেলা শাখার সমন্বয়ক মাহমুদ জামান কাদেরী, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন মোল্লা, রাবি অর্থনীতি বিভাগের প্রফেসর ড. ফরিদ উদ্দিন খান, আমার দেশ পত্রিকা রাজশাহী ব্যুরো প্রধান মইনউদ্দিন মনির ও সিটি প্রেস ক্লাব রাজশাহী সাবেক সভাপতি ডা. নাজিব ওয়াদুদ।
মানববন্ধন সঞ্চালনা করেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ও নদী বাঁচাও আন্দোলন রাজশাহী জেলা শাখার যুগ্ম সম্পাদক ড.সাদিকুল ইসলাম স্বপন।