নিজস্ব প্রতিবেদক: সুশাসনের জন্য নাগরিক সুজন রাজশাহী জেলা ও মহানগর কমিটি চিকিৎসক চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার গোলাম কাজেম আলী আহমেদ হত্যার প্রতিবাদে এবং খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে নিপীড়ন ও বৈষম্যের শিকার চিকিৎসক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। শনিবার বেলা ১১টায় রাজশাহী মেডিকেল কলেজের সামনের সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালর করেন তারা।
মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী ড্যাব এর সাবেক সভাপতি ডা. ওয়াসিম হোসেন, ন্যাশনাল ডক্টরস ফোরাম এনডিএফ রাজশাহীর সভাপতি, অধ্যাপক ডা. কাজী মহিউদ্দীন আহমেদ, ড্যাব নেতা ডা. মনোয়ার তারিক সাবু, এনডিএফ রাজশাহীর সাধারণ সম্পাদক ডা. মুর্শেদ জামান মিঞা, এনডিএফ নেতা ডা. হাসানুজ্জমান হাসু, নিহত ডা. কাজেম আলীর সহপাঠি ডা. শাহানা পারভীন রিত,ু ড্যাব নেতা ডা. ফারহান ইমতিয়াজ, নিহত ডা. কাজেম আহমেদ আলীর বড়ো ছেলে আবরার ফারহান আহম্মেদ সাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী মেডিকেল কলেজের সভাপতি ডা. আপেল মাহমুদ, পপুলার ডায়াগনস্টিক সেন্টার রাজশাহীর এ্যাডমিন অফিসার হোসেন আলী, মেডিকেল টেকনোলজিস্ট ডা. ফজলুর রহমান ভুঁইয়া পাভেল। এছাড়াও শত শত শিক্ষার্থী এবং ডাক্তারগণ উপস্থিত ছিলেন।
তাঁরা সকলেই ডাক্তার গোলাম কাজেম আলী আহমেদ হত্যার সাথে যারা জড়িত তাদেও দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান। দ্রুত আসামীদের আটক না করলে আগামীতে আরো কঠোর কর্মসূচী দেয়া হবে বলে হুঁশিয়ারী দেন তারা।