নিজস্ব প্রতিবেদক: গোদাগাড়ী উপজেলা রিশিকুল ইউনিয়ন ৯ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে আপোষহীন দেশনেত্রী গনতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক এবং গোদাগাড়ী উপজেলা বিএনপির সদস্য এডভোকেট সুলতানুল ইসলাম তারেক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুস সালাম শাওয়াল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং গোদাগাড়ী উপজেলা বিএনপি’র সদস্য অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল ইসলাম, গোদাগাড়ী উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এসলাউদ্দিন সরকার টিটো।
আরো উপস্থিত ছিলেন রিশিকুল ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক তানজির আহমেদসহ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক রবিউল ইসবলাম কুসুম, মিঠুন, আসগর আলী,গোদাগাড়ী উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর আলী, সদস্য সচিব শুভ রহমান, ছাত্র দলের মেহেদী তুষার এবং রিশিকুল ইউনিয়ন বিএনপির ৯ টি ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।