নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকার পদত্যাগের দাবীতে মানববন্ধন করেছেন অত্র কলেজের শিক্ষার্থী ও অভিভাবকগণ। তারা অধ্যক্ষকে অযোগ্য, দুর্নীতিবাজ, নৈরাজ্যবাদী প্রশাসনিক ভাবে অদক্ষ, দুর্ব্যবহারকারী ও দলীয়ভাবে নিয়োগ প্রাপ্ত বলে অভিযোগ করে তাঁর পদত্যাগের দাবীতে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে মহিলা কলেজের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে তারা দ্রুত অধ্যক্ষর পদত্যাগ দাবী করেন। দাবী না মানলে আরো কঠোর কর্মসূচী পালনের হুমকী দেন তারা।