নিজস্ব প্রতিবেদক: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিতে বন্যা হয়েছে দেশের ১২টি জেলায়। বন্যাকবলিত জেলাগুলো হলো- ফেনী, কুমিল্লা, কক্সবাজার, লক্ষ্মীপুর, নোয়াখালী, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, রাঙামাটি, সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার। এর মধ্যে ফেনীর অবস্থা ভয়াবহ। গত রোববার থেকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।
মিলন বলেন, ফেনীর মহিপালে তিনি বন্যার্তদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময়ে প্রায় কমর পানির মধ্যে দাঁড়িয়ে তারা এই খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। তাঁর সঙ্গে রয়েছেন বিএনপি রাজশাহী জেলার আহ্বায়ক কমিটির সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান ও রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবিসহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
ত্রান বিতরণকালে মিলন বলেন, বানভাসী মানুষেরা যে কত অসহায় তা স্ব-চক্ষে না দেখলে বোঝা কেউ বুঝতে পারবেনা। এখানকার সকল শ্রেণির মানুষ মানবেতর জীবন-যাপন করছে। ধনী, গরীব বোঝার উপায় নাই। সবাই একমুঠো খাবারের জন্য প্রতিক্ষায় বসে থাকছে। এর মূল কারন হচ্ছে ভারতের ছেড়ে দেয়া পানি হঠাৎ এমন করে ঐ অঞ্চলে প্রবেশ করেছে, কেউ কোন কিছিু বাড়ি থেকে বের করতে পারেনি। নিমিষে সব শেষ হয়ে গেছে।
মিলন আরো বলেন, মানুষের পাশাপাশি বিপদে পড়েছে গবাদি পশুসহ সখল ধরনের পশু-পাখি। তাদের দাঁড়াবার নেই জায়গা, নেই খাবার। ঐ পশু-পাখিগুলো শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। মানুষের খাবারের পাশাপাশি দ্রুত পশুদের খাবারের ব্যবস্থা করার জন্য সরকার ও জনগণের প্রতি আহ্বান জানান তিনি। সেইসাথে বিত্তবানদের পাশাপাশি সকল শ্রেণি পেশার মানুষকে সামর্থ্য অনুযায়ী অর্থ প্রদানের অনুরোধ করেন তিনি।