নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ১২টি জেলা যেমন, ফেনী, কুমিল্লা, কক্সবাজার, লক্ষ্মীপুর, নোয়াখালী, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, রাঙামাটি, সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার বন্যা হয়েছে। এর মধ্যে ফেনীর অবস্থা ভয়াবহ বলে জানা গেছে। এ অবস্থায় বানভাসীদের পাশে এসে দাঁড়িয়েছে দেশের সকল শ্রেণি পেশার মানুষ। ছ্টো শিশুরাও শামিল হচ্ছে এই কাজে। তারাও তাদের বাড়িতে মাটির ও প্লাস্টিকের ব্যাংকে জমানো টাকা তুলে দিচ্ছে ত্রানের জন্য টাকা উত্তোলনকারী শিক্ষার্থী ও স্কুলের শিক্ষকদের হাতে।
এরই ধারবাহিকতায় বন্যার্তদের সাহায্যার্থে এগিয়ে এসেছে রাজশাহী ক্যান্টমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণির শিক্ষার্থী তাসবিহা আজাদ। তাসবিহা তার মাটির ব্যাংকে জমানো সমস্ত টাকা ব্যাংক সহ তার স্কুলের শিক্ষিকার হাতে তুলে দেয়। এ সময় শিক্ষীকা বলেন, ছোট বেলা থেকে দান করার অভ্যাস হওয়াটা ভাল। ভবিষ্যতে এই শিশুরা যখন বড় হবে তখন দেশের ও জনগণের সেবায় তাদের হাত আরো বেশী করে প্রসারিত হবে উল্লেখ করেন তিনি।
এদিকে টাকা ত্রান তহবিলে দান করার সম্পর্কে জানতে চাইলে তাসবিহা আজাদ বলে, তার খুব ভাল লাগছে। যদিও তার এই টাকাটা অতি নগন্য। তবুও এই কর্মে শরীক হতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে বলে জানায় তাসবিহা। এ সময়ে তার সহপাঠিরা উপস্থিত ছিলো।