নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বন্যাকবলিত পানিবন্দি মানুষের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে ত্রান সামগ্রী সহযোগিতা করা হয়েছে। সোমবার বেলা ২টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজি ভবনের সামনে থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহীর নেতৃত্বে এই ত্রান-সামগ্রী ট্রাকে করে নিয়ে রওনা দিয়েছেন তারা। তাদের সাথে একটি মেডিক্যাল টিমও রয়েছে বলে জানা গেছে।
এ সময় উপস্থিত ছিলেন রাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সর্দার জহুরুল, শফিকুল ইসলাম, আহসান হাবিব, শাকিলুর রহমান সোহাগ,মাহমুদুল মিঠু, মারুফ হোসেন ও এম এ তাহের। এছাড়াও আহ্বায়ক কমিটির সদস্য ফারুক হোসেন, আবির হাসান হিমেল,নাফিউল জীবন, আবু সাইদ ও শেখ তাকবির আহমেদ ইমন সহ বিভিন্ন হল ও অনুষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় রাহী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে তারা বর্ন্যার্তদের জন্য চাল,ডাল,চা,আটা,তেল,শুকনো খাবার, বিশুদ্ধ পানি, শিশুদের কাপড়, লাইটার, মোমবাতি ও ঔষুধ সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিস ত্রান হিসেবে নিয়ে ওওয়ানা হয়েছেন।