নিজস্ব প্রতিবেদক: পবা সাব-রেজিষ্ট্রি অফিসে কমল বিরতীর প্রতিবাদে এবং কার্যকরী ব্যবস্থা গ্রহন করার দাবীতে বায়া এলাকার নহির উদ্দিন এর ছেলে ইফতেখারুল ইসলাম (ডনি), পবা উপজেলা নির্বাহী অফিসার বরাবওে স্মারকলিপি প্রদান করেন। মঙ্গলবার বিকেলে তিনি এই স্মারলিপি দেন। এতে তিনি উল্লেখ করেন তিনি পবা উপজেলার একজন স্থায়ী বাসিন্দা। তিনি ছাত্র-জনতা আন্দোলনের একজন সক্রিয় কর্মী ও একজন সচেতন নাগরিক। এ হিসেবে অবগত করেন বিগত ১৭ বছর যাবত দেশের সর্বোভৌমত্ব থাকলেও দেশের সকল স্তরের নাগরিকদের কোন রকম স্বাধীনতা ছিলনা।
দীর্ঘ ১৭ বছরের আন্দোলন সংগ্রাম জেল, জুলুম ও হত্যা কান্ডের শিকার হওয়ার পরে গত জুলাই মাসে ছাত্র- জনতার আন্দোলনের অনেক শহীদ ও রক্তের বিনিময়ে চলতি বছরের গত ৫আগস্ট চুড়ান্ত বিজয় ও স্বাধীনতা অর্জন করেছেন। যার ফলস্রুতিতে ঐ ফ্যাসিস্ট সরকারের প্রধান ও অবৈধ মন্ত্রী পরিষদ ও অবৈধ সাংসদগণ এক যোগে পালিয়ে গেছেন। এই রকম প্রেক্ষাপটে জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি ছোট পরিসরে অন্তঃবর্তীকালীন সরকার গঠিত হয়। ছাত্র জনতা উক্ত সরকারকে সার্বিক সহযোগীতা করে চলেছেন।
কিন্তু সদ্য বিদায়ী মাফিয়া সরকারের দোসররা নানা ছদ্দবেশে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যে নানা রকম ষড়যন্ত্র ও কর্মকান্ড করে চলেছে। আপনি জানেন দেশে এখন পার্শ্ববর্তী দেশ ভারতের পানি অগ্রাসনের ফলে ব্যাপক বন্যা সৃষ্টি হয়েছে। অথচ এই দিকে দৃষ্টি না দিয়ে সচল সাব-রেজিস্ট্রার অফিসে কলম বিরতীর মাধ্যমে বিগত সরকারের নিল নকশা বাস্তবায়নের অপচেষ্টা চালাচ্ছে। এমতাবস্থায় তারা ছাত্র জনতার পক্ষ থেকে বিভিন্ন ধরনের দাবী জানান।
এর মধ্যে রয়েছে অবিলম্বে বিগত সরকারের দোসরদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থ্যা গ্রহন করা, যারা এই কলম বিরতীর উদ্দ্যোগ গ্রহন ও বাস্তবায়ন করছে তাদের প্রত্যেককে চিহ্নিত কওে চাকুরিবিধী অনুযায়ী শাস্তির ব্যবস্থ্যা করা, বিশেষ করে সাব-রেজিষ্ট্রার কেন কর্ম দিবসে কলম বিরতী রেখেছে তা দ্রুত তদন্ত করে চাকুরীবিধী অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থ্যা গ্রহন করা, উপজেলার যে সমস্ত কর্মকর্তা ও কর্মচারীর ইন্ধনে এই সরকারকে নানা ভাবে অসহযোগীতা ও দেশে অস্থিতিশিল পরিবেশ সৃষ্টিতে সহযোগীতা ও ষড়যন্ত্র করছে তাদের প্রত্যেককে চিহ্নিত করে চাকুরীবিধী ও দেশের প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থ্যা গ্রহন করা, যারা চরমভাবে অসহযোগীতা ষড়যন্ত্রের নেতৃত্ব দিচ্ছে তাদেরকে বিশেষভাবে চিহ্নিত করে প্রয়োজন পড়লে চাকুরি থেকে বাধ্যতামূলক অবসর বা চাকুরিচুত্যু করা।
এসময়ে উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আবু সুফিয়ান, জনি, রনি, মিজানুর রহমান মিলন, মিন্টু সোহেল রহমান ও সাব্বির।