নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর এর সাথে সৌজন্য স্বাক্ষাত করেন রাজশাহীর ঐতিহ্যবাহী সিটি প্রেস ক্লাব এর নেতৃবৃন্দরা। নেতৃবৃন্দরা প্রেস ক্লাবের বিভিন্ন বিষয়ে তাঁর সঙ্গে আলোচনা করেন। এ সময়ে বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, রাজশাহী একটি শান্তির শহর। এই শহরের সাংবাদিকরা অত্যন্ত সহনশীল ও সহযোগি মনোভাবের। এ অবস্থা বজায় রাখার জন্য তিনি সাংবাদিক সমাজকে অনুরোধ করেন। সেইসাথে সিটি প্রেস ক্লাবের সর্বাঙ্গিন সাফল্য কামনা করেন।
এসময়ে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি রফিক আলম, সহ-সভাপতি সুলতান মাহমুদ রেজা,সাধারণ সম্পাদক পরিতোষ মোহন চৌধুরী আদিত্য, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম বনি, দপ্তর, পাঠাগার ও প্রশিক্ষণ সম্পাদক ফজলুল করিম বাবলু, নির্বাহী সদস্য শাহরিয়ার অনতুসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।