নিজস্ব প্রতিবদেক: রাজশাহীর কাজলায় অবস্থিত শহীদ শাহাদাত স্মৃতি সংঘ ও শাপলা ক্রীড়া চক্রের, উদ্যোগে ফেনী, কুমিল্লা ও নোয়াখালী এলাকার বানভাসি মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। তারা মোট ৩২০প্যাকেট শুকনা খাবার, এক হাজার মোমবাতি, ৪০০ দেয়াশলাই, ৩২ বোতট বিশুদ্ধ পানি, খোলা পানি জুস, গুড়া দুধ ও কেক বিতরণ করেন।
গত বোরবার সংগঠনিটর ১২ জন সদস্যের একটি টিম তারা বন্যাদুর্গত এলাকায় যান। আর এর নেতৃত্ব দেন এডভোকেট হাসানুল বান্না সোহাগ। অন্যান্য সদস্যরা হলেন, শাহীন, রাজু, রিংকু, শহীদ, রিজভী, মহিম, হোসাইনী, ইসমাঈল, রতন ও মিলন। তারা বন্যা কবলিত এলাকার মানুষদের মাঝে খাবার ও ঔষধ সামগ্রী বিতরণ করেন। এই সংগঠনের সদস্যরা জানান তারা দেশের যেকোন প্রাকৃিতক দূর্যোগে জনগণের পাশে দাঁড়াবে। এই বিষয়ে দেশ বাসির কাছে দোয়া চেয়েছেন তারা।
প্যাকেট ত্রান সামগ্রীর মধ্যে ছিলো চিড়া, মুড়ি, মোমবাতি, গ্যাস লাইট, গুড়,বি¯ু‹ট, চানাচুর, নাপা, গ্যাস্টিকের ওষুধ, পানি, খাবার স্যালাইন, শিশুদের প্যাম্পাস ও সেনেটারী ন্যাপকিন। এই ত্রান সামগ্রী বিতরনের সার্বিক সহযোগিতায় ছিলেন বিপ্লব, মনি, বাশার, নাজমুল সহ এলাকার আরও অনেকেই। এই টিমের সাথে একাত্মতা প্রকাশ করে রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশন এর অনেক আইনজীবীরাও এই টিমের মাধ্যমে বানভাসি এলাকার মানুষদের সহযোগিতা পাঠিয়েছেন বলে জানান তারা।