নিজস্ব প্রতিবেদক: যারা এতদিন যারা স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সাথে আঁতাত করে ছিল, তারাই বর্তমানে বিএনপি’র নাম ব্যবহার করে নানা সেক্টররে দখলদারিত্ব চালানো সহ অপকর্ম করে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে বলে দাবি করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এসময় তিনি নেতাকর্মীদের হুশিয়ার করে দিয়ে বলেন, দলের মধ্যে এমন কেউ থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। রাজশাহীতে মহানগর ও জেলা বিএনপির নেতবৃন্দের সাথে ভার্চুয়ালি সভায় তিনি এই কথা বলেন। শুক্রবার বিকেলে রাজশাহী নগরীর অভিজাত গ্র্যান্ড রিভারভিউ হোটেলের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
তিনি আরো বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভুত্থানে স্বৈরাচারী হাসিনা সরকারের পলায়ন করেছে। বিভিন্ন মাধ্যমে শোনা যাচ্ছে ৫ আগস্টের পর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দেশের বিভিন্ন সেক্টর দখল করছে যা পুরোপুরি সত্য নয়। আমাদের গুটিকয়েক নেতাকর্মী যারা এতদিন স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের ছায়াতলে ছিল, তারাই বর্তমানে বিএনপির নাম ব্যবহার করে এই ধরনের অপকর্ম ঘটিয়ে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন।
এসময় তিনি বিএনপির তৃণমূল নেতা কর্মীদের উদ্দেশ্য করে বলেন, জনগণের ভোটেই ক্ষমতায় আসতে হবে। মনে রাখতে হবে হাসিনা সরকারের মতো গুম, খুন, হত্যা, দমন ও নিপীড়নের মাধ্যমে ক্ষমতা আঁকড়ে ধরে রাখা যায় না। যার প্রমাণ আপনারা ইতিমধ্যেই পেয়েছেন। তিনি স্পষ্ট ভাবে বলেন, বিএনপি নেতাকর্মী কেউ যদি কোথাও কোনো চাঁদাবাজি, দখলদারিত্ব ও দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজের সাথে জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে। পরিশেষে দেশনায়ক তারেক রহমান বিএনপিকে জনমানুষের দল হিসেবে গড়ে তুলে দেশের জনগণের ভালোবাসা ও আস্থা অর্জন জন্য বিএনপির তৃণমূল নেতা কর্মীদের আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, রাসিক সাবেক মেয়র ও সংসদ সতস্য মিজানুর রহমান মিনু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহিন শওকত, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাইদ চাঁদ, জেলা বিএনপি’র সাবেক সভাপতি এডভোকেট তোফাজ্জল হোসেন তপু, রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা, সদস্য সচিব মামুর অর রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, বজলুল হক মন্টু, জেলা বিএনপি’র সদস্য তাজমুল তান টুটুল ও জাকিরুল ইসলাম বিকুল।
আরো উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কামালম আজাদ সুইট, আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, সদস্য সচিব রফিকুল ইসলাম রবিসহ বিএনপি, যুবদল, মহিলাদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।