নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর ও জেলা মৎস্যজীবী দলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রাজশাহী মহানগরীর একটি রেস্টুরেন্টে তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহতাব ও সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাফিরাত কামনায় দোয়া এই মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগরের আহ্বায়ক কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা।
জেলা মৎস্যজীবী দলের সভাপতি নাজমুল হক বাবলুর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মৎস্যজীবী দল রাজশাহী বিভাগের আহ্বায়ক আজম প্রামানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব অধ্যাপক বিশ^নাথ সরকার, জেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন, মৎস্যজীবী দল রাজশাহী বিভাগের সদস্য সচিব এ.আর মুকুল, সাধারণ সম্পাদক মামুন আল হক, সাবেক সদস্য সচিব আলহাজ¦ বকুল আহম্মেদ।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন ও দপ্তর সম্পাদক সালাউদ্দিন, যুবদল নেতা নুরু, রাজশাহী মহানগর জাসাস এর সদস্য সচিব সেলিম রেজা, মতিহার থানা মৎস্যজীবী দলের সভাপতি জেনারুল ইসলাম, আলতাফ হোসেন, বোয়ালিয়া পূর্ব মৎস্যজীবী দলের সভাপতি আলম, গোদাগাড়ী উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল জলিল রবু, গোদাগাড়ী পৌর মৎস্যজীবী দলের সভাপতি বেলাল উদ্দিন ও তানোর উপজেলার সভাপতি হাফিজসহ সকল উপজেলা, পৌর, থানা ও ইউনিয়নের নেতৃবৃন্দত উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বিগত সরকার তাদের কুকর্ম করার জন্য দেশবাসী তাঁকে বিপারিত করেছে। ছাত্র-জনতা কঠোর আন্দোলন গড়ে তুলে এই স্বৈরাজচার খুনি সরকারকে চিরতরে বিদায় করেছে। এখন দেশ গড়ার সময়। কিন্তু কিছু কুচক্রিমহল বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের মধ্যে প্রবেশ করে থানা ও বাড়ি ঘরে ভাঙ্গচুর চালিয়ে লুটতরাজ করেছে।
তিনি আরো বলেন, বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের কেউ যদি জবর দখল, চাঁদাবাজী ও সন্ত্রাসী কর্মকান্ডে জড়িয়ে পরে, তাহলে তাকে সাথে সাথে দল থেকে বহিস্কার করা হবে। শুধু তাই নয় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও গ্রহন করা হবে বলে উল্লেখ করেন তিনি। তিনি আরো বলেন, বিএনপি একটি বৃহত দল। এই দলকে আগামী নির্বাচনে বিজয়ী করতে নেতাকর্মীদের জনগণের পাশে যাওয়ার পরামর্শ দেন তিনি। তিনি নেতাকর্মীদের উদ্যেশ্য করে বলেন, বর্তমানে কোন দলীয় সরকার ক্ষমতায় নাই। এ জন্য সকল দল তাদের আখের গোছনোর জন্য কাজ করছে। বিএনপিকেও জনগণের পাশে থেকে মনজয় করে আগামী নির্বাচনে বিজয়ী হতে বলে উল্লেখ করেন প্রধান অতিথি। বক্তব্য শেষে দোয়া ও মোনাজাত করা হয়।