নিজস্ব প্রতিবেদক: ১সেপ্টেম্বর বিএনপি’র ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও পবা বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক নজরুল ইসলাম নজু সহ অসুস্থ সকল নেতাকর্মীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অনলাইনের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন। সভাপতিত্ব করেন পবা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি শাহজাহান আলী।
পবা উপজেলা বিএনপি৪, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি সদস্য প্রফেসর আব্দুর রাজ্জাক, দর্শন পাড়া ইউনিয়ন বিএনপি আহ্বায়ক আব্দুস সালাম, পারিনা ইউনিয়ন বিএনপি, সদস্য সচিব মোখলেসুর রহমান রেন্ট,ু হুজুরীপাড়া ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত আহব্বায়ক মোহাম্মদ শিহাব উদ্দিন বিশ্বাস, দামকুড়া ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক এনামুল হক কনক, হরিপুর ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব আব্দুল মান্নান মুন্নাফ, হড়গ্রাম ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শাহিনুর রেজা সান্নান, হুজুরীপাড়া ইউনিয়ন বিএনপি মোতাহার হোসেন, দর্শনপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম ও পবা উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সুলতান আহমদ। এছাড়াও পবার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকমীবৃন্দ উপস্থিত ছিলেন।