নিজস্ব প্রতিবেদক: বিএনপি রাজশাহী মহানগরের অন্তর্গত সাংগঠনিক সম্পাদক ১৪নং ওয়ার্ড বিএনপি’র কার্যালয় উদ্বোধন করা হয়। রাজশাহী মহানগরের উপশরের রোববার সকাল ৯টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই কার্যালয় উদ্বোধন করেন বিএনপি রাজশাহী মহানগরের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা।
এসময়ে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সদস্য সচিব মামুন অর রশিদ মামুন, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, ১৪নং ওয়ার্ড বিএনপি’র আহ্বায়ক এস এম সাইদুর রহমান ও সদস্য সচিব মাসুদুর রহমান মাসুদ, মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি ও সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান সৌরভসহ অত্র ওয়ার্ডের অন্যান্য নেতৃবৃন্দ।