নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পদ্মা নদীর চরমাজারদিয়ারে নৌকা ডুবে নিখোজ ৪ জন কে সোমবার পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয় নি। রোববার সন্ধ্যা ৭ টার দিকে নৌকা ডুবির পর স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করে। সোমবার সকাল ৬ টা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা যোগ দেন। বেলা ১১টার তারা উদ্ধার অভিযান অসমাপ্ত রেখেই ফিরে আসেন। নিখোঁজরা হলেন, চরমাঝারদিয়ার এলাকার রাজু (২২), সবুজ (২০), ফারুক (১৯) ও মোহাম্মাদ আলী (৩৮)।
রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক একে এম মুর্শেদ জানান, নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধার অভিযান পরিচালনা করা যাচ্ছে না। আপাতত অভিযান আর চালানো হবে না। এর আগে রোববার সন্ধ্যা ৭ টার দিকে পদ্মা নদী দিয়ে একটি ছোট নৌকায় ১৬ জন যাত্রী কাজ করে ফিরছিলেন। এসময় চর মাঝারদিয়ার ঘাটের কাছাকাছি আসলে নৌকা টি ঢুবে যায়। বাকিরা সাতার কেটে পাড়ে আসতে পারলেও ৪ জন এখনো নিখোঁজ রয়েছেন। নিখোঁজ সবাই চরমাঝারদিয়ার বাসিন্দা বলে জানান তিনি।
এদিকে সন্তানদের খোঁজে মরিয়া উঠেছেন স্বজনরা। তাঁরা তিনরাত নদীরপাড়ে ভীর করছেন। তাদের আহাজারীতে ভারি হয়ে উঠেছে নদী পাড়। যে কোন মূল্যে তারা তাদের পরিবারের সদস্যর লাশটা ফিরে পেতে চান। কর্মক্ষম ব্যক্তিদের হারিয়ে তারা পাগলের মত হয়ে পড়েছেন।