নিজস্ব প্রতিবেদক: রিফরমেশন কমিউনিটি অব বাংলাদেশ এর সদস্যরা চলতি গত ২২আগস্ট ২০২৪ইং তারিখ থেকে নানান ভাবে বন্যার্তদের সহযোগিতার জন্য বিভিন্ন কর্মসূচি করে থাকেন। কখনও বুথ এর মাধ্যমে বা কখনও ভলেন্টিয়াররা রাস্তায় নেমে ফান্ড যোগাড় করে থাকেন। এখানে বিভিন্নভাবে করে থাকা এমন কর্মকান্ডের ফলশ্রুতিতে ২৬ আগস্ট ২০২৪ রাত ৯ টায় তারা স্থানীয় একটি টিমের সাথে সমন্বয় করে প্রথম নোয়াখালীতে একটি টিম ত্রাণ সামগ্রী নিয়ে যান। যার নেতৃত্বে ছিলেন ফয়েজ। সেখানে ২০০০০/-(বিশ হাজার) টাকা প্রদান করেছিলেন।
দ্বিতীয় ধাপের কর্মসূচি হিসেবে ৩১ আগস্ট বাংলাদেশ আর্মির মাধ্যমে একটি বড় ট্রাকে ত্রাণ সামগ্রী পাঠানো হয়। যাতে কাপড়ের বস্তা ছিল ৭২ টি, প্যাকেজ ব্যাগ ১৯৯ টি , বক্স ছোট বড় ২৪ টি। অতিরিক্ত সামগ্রী যেমন- মুড়ির বস্তা ১ টি, চাঊল ১৫ কেজি, ডাল ৩ কেজি, বিস্কুট ১ বক্স, ফ্রাসটেইট বক্স ২ টি।
তারা ত্রাণ সামগ্রীতে ব্যয় করেছেন ৮২, ২১৮/-(বিরাশি হাজার দুইশত আঠার) টাকা এবং বাকি সব মালামাল সাধারণ জনগণের দানকৃত। ত্রাণ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন রাসিক ১১নং ওয়ার্ড কাউন্সিলর আবু বাক্কার কিনু, ঝড়ি রিয়াজুল, বাংলাদেশ আর্মি ও আরসিবি এর প্রতিনিধি জুলফিকার আলী হায়দার।
তৃতীয় ধাপে ১ সেপ্টেম্বর পর্যন্ত তাদের নিকট ছিলো ত্রিশ হাজার টাকা। সে টাকা তারা রাজশাহী জেলা প্রশাসক এর নিকট হস্তান্তর করেন বলে উল্লেখ করেন তারা। উল্লেখ্য বন্যার্তদের সহযোগিতা সংগ্রহ কার্যক্রমে অর্থ সংগ্রহ হয়েছিল মোট ১৩৮০৯৩/- (এক লক্ষ আটত্রিশ হাজার তিরান্নই টাকা)। আর খরচ হয়েছে ১,৪২,৯৯৯/-(এক লক্ষ বিয়াল্লিশ হাজার) টাকা।
বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য তারা ভলেন্টিয়ারদের নিয়ে জনগণের নিকট সাহায্যের হাত বাড়িয়ে দেয়ায় দেশের এমন পরিস্থিতিতে জনগণ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এজন্য তিনি সাধারণ জনগণকে, যারা বিগত কয়েকদিন অক্লান্ত পরিশ্রম করে নিজেদের জায়গা থেকে যতটুকু সম্ভব যা করেছে, সেই ভলান্টিয়ারদের এবং তাদের সংগৃহীত কিছু অর্থ ও ত্রাণ সামগ্রী বিপদগ্রস্থ মানুষের মাঝে পৌছে দিতে সহযোগিতা করায় বাংলাদেশ সেনাবাহিনীকে তারা ধন্যবাদ জানান। ‘এগিয়ে যাক বাংলাদেশ, জাগ্রত থাক মানবতা’ বলে স্লোগান দেন তারা।