নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর পশ্চিম বুধপাড়ায় নির্মিত হচ্ছে প্রাথমিক বিদ্যালয়। এই প্রাথমিক বিদ্যালয় এলাকাবাসীর অনুরোধে পরিদর্শন করেন বিএনপি মহানগরের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা। পরিদর্শন শেষে তিনি বলেন, বিদ্যালয়ের পশ্চিম দিকে গেট করা হচ্ছে। কিন্তু এই গেট করলে শিক্ষার্থীদের আসা যাওয়া কষ্ট হবে। অথচ দক্ষিণ দিকে রয়েছে খেলার মাঠ। দক্ষিণ দিকে গেট হলে সব কিছুই ভাল হবে বলে উল্লেখ করেন তিনি।
তিনসহ এলাকাবাসী বিদ্যালয়ের গেট দক্ষিণ দিকে করার দাবী জানান। সেইসাথে বর্তমান নির্মাণাধীন গেটের কাজ বন্ধ করার আহ্বান জানান তারা।