শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৩:৩১ অপরাহ্ন

রাজশাহীতে বৃক্ষরোপন করলে বিএনপি নেতা মিলন

  • প্রকাশ সময় শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী শাহ্ মখ্দুম থানা বিএনপি’র সাবেক নেতৃবৃন্দের আয়োজনে বিভিন্ন জাতের গাছের চারা রোপন করা হয়। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই গাছের চারা রোপন করেন।

এসময়ে তিনি বলেন, একটি দেশের ২৫শতাংশ বনভূমি থাকা প্রয়োজন। কিন্তু বাংলাদেশে এর অর্ধেকটাও নাই। এরপর ফ্যাসিস্ট, স্বৈরাচার, ও বাকশালী সরকারের আমলে সব থেকে বেশী বৃক্ষ নিধোন হয়েছে। কারনে অকারনে তারা গাছ কেটে উজাড় করে ফেলেছে। অপরিকল্পিতভাবে গাছ কাটায় বাংরাদশের জলবায়ু পরিবর্তন হয়ে গেছে। কয়েকমাস যাবৎ যেভাবে গরম পড়ছে। তার মূল কারন হচ্ছে এই গাছ কাটা।

তিনি আরো বলেন, এভাবে চলতে থাকলে আগামীতে আরো অবস্থা খারাপ হবে বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, রাজশাহী কথিত উন্নয়নের নামে সাবেক দুনীতিবাজ মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন প্রতিটি রাস্তার পাশের গাছ কেটে উজাড় করে ফেলেছে। এক রাস্তা তিন থেকে চার বার করে সংস্কার করে শত শত কোটি লোপাট করে দেশ থেকে পালিয়ে গেছে।

শুধু অর্থই লোপাট করেনি লিটন রাজশাহীর গ্রীন সিটি নামটি মুছে দিয়েছে। রাজশাহীর গ্রীন সিটি উপাধী ফিরিয়ে আনতে আবারও সবুজে ঘিরে দিতেই নগর জুরে এবং নগরের বাহিরেও বৃক্ষরোপন করা শুরু হয়েছে। এটা চলমান থাকবে বলে জানান মিলন।

এসময়ে উপস্থিত ছিলেন শাহ্ মখ্দুম থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন ও রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইটসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ। শুক্রবার সকাল ১০ টায় রাজশাহীর আমচত্বর থেকে খড়খড়ি রাস্তার দুপাশে ৫০ টি নিম,২০টি আম, ২০ টি কাঁঠাল ও ৫০টি কৃষ্ণচুড়া গাছ লাগানো হয়। ,

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin