নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়বাদী রাজশাহী মহানগর মহিলা দলের অন্তর্গত ৭নং ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন করা হয়। বুধবার সন্ধ্যা ৭টায় ৭নং ওয়ার্ডের চন্ডিপুর এলাকার কদমতলা মার্জিয়া বেগমের বাড়িতে মোট ২১ সদস্য বিশিষ্ট কমিটি লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে এবং সমর্থনে মার্জিয়া বেগমকে সভানেত্রী, মিনা খাতুনকে সিনিয়র সহ-সভানেত্রী, দিনা বেগমকে সাধারণ সম্পাদক, জাহানার বেগমকে সহ-সাধারণ সম্পাদক ও ফাহিমা খাতুনকে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষনা করা হয়। সেই সাথে অন্যান্য সদস্যদের তালিকা করে আগামী সাত দিনের মধ্যে মহানগর মহিলা দলের নিকট প্রেরনের জন্য অত্র কমিটিকে নির্দেশনা প্রদান করা হয়।
রাজশাহী মহানগর মহিলা দলের সভানেত্রী এডভোকেট রওশন আরা পপি’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ সকিনা খাতুন এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন মহিলা দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি, রাজশাহী মহানগর মহিলা দলের সহ-সভাপতি নুরজাহান বেগম যুগ্ম সাধারণ সম্পাদক আসমাউল হুসনা ও গুলসান আরা মমতা, সাংগঠনিক সম্পাদক জরিনা খাতুন, ক্রীড়া সম্পাদক বিথি, সহ ক্রীড়া সমপাদক লাভলী, রাজপাড়া থানা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক সাবিনা ইয়সামিন ও ফেরদৌসীসহ অন্যান্য নারী নেতৃবৃন্দ।
সভার সভাপতি বলেন, এর্যন্ত নয়টি ওয়ার্ডে কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি কমিটি ভালভাবে নিয়ামনুযায়ী করা হচ্ছে। কিন্তু ৭নং ওয়ার্ড কমিটি গঠন নিয়ে মহিলা দলের বিরুদ্ধে ৭নং ওয়ার্ড বিএনপি’র আহ্বায়ক বজলুর রহমান কচি কুৎসা রটনা করছেন। তিনি তার নিজ ফেসবুক আইডিতে লিখেছেন রাজশাহী মহানগর মহিলা দলের দুর্নীতি বিভিন্ন ওয়ার্ডে আওয়ামী লীগের কুখ্যাত সন্ত্রাসী রুবেলের সহযোগিদের মহিলা দলের দ্বায়িত্বে নিয়ে অর্থ ইনকাম করছেন। কচি আমাকে এবং মহিলা দলের সাধারণ সম্পাদকের বহিস্কার চেয়েছেন।
এই পোস্ট রাজশাহী মহানগর মহিলা দলের আমরা সবাই দেখেছি। আমরা সবাই এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমার এ পর্যন্ত ৭নং ওয়ার্ড সহ ১,৪,৫,৬,৭,১৮,১৯ ও ৩০ নং ওয়ার্ডে কিমিটি করেছি। কিন্তু কোথাও এমন কথা আসেনি। অথচ কচি আমাদেরকে সমাজে হেওপ্রতিপন্ন করতে এই ধরনের পোস্ট দিচ্ছেন। প্রকৃত পক্ষে যারা এই ধরনের কাজের সাথে যুক্ত থাকে মুলত তারাই কেবল এ ধরনের অসত্য ও বানোয়াট কথা বলে বেড়াতে পারেন। এ ধরনের অপপ্রচার করে কচি তাদের মানহানি করেছেন। এজন্য মহানগর মহিলা দলের সবাই একযোগে বজলুল রহমান কচির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনসহ বহিস্কার করার জন্য রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবসহ সকল যুগ্ম আহ্বায়কের দৃষ্টি আকর্ষন পূর্বক দাবী জানাচ্ছি।