নিজস্ব প্রতিবেদক: পবা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও পারিলা ইউনিয়ন বিএনপির অন্যতম সংগঠক আক্তারুজ্জামান (জামান) এর রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে পারিলা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহেযাগি সংগঠনের আয়োজনে সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।
পারিলা ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক রেজাউল করিম এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোকলেসুর রহমান রেন্টুর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য অধ্যাপক আব্দুর রাজ্জাক, তানোর পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজান, রাজশাহী জেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান সজন, সদস্য সাহেব জাদা, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ মামুন-সহ জেলা ও পবা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা ও কর্মী বৃন্দ। উল্লেখ্য গত ২৮ আগস্ট বৃহস্পতিবার নিজ বাস ভবন পারিলা ইউনিয়নের তেবাড়িয়া গ্রামে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৪৬ বছর। বক্তব্য শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।