নিজস্ব প্রতিবেদক: তথা কথিত উন্নয়নের নামে রাজশাহী মহানগরীর বিভিন্ন সড়ক ও স্থাপনার গাছ কেটে উজার করে দিয়েছেন সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। তিনি অকারনে অনেক গাছ কেটে ফেলেছেন। এর ফলে পুরো শহর হয়ে উঠেছে উপ্তপ্ত। প্রচন্ড গরমে প্রানীকুল অতিষ্ট হয়ে পড়েছে। সেইসাথে যুক্ত হয়েছে অযাচিত আলোকায়ন। এ অবস্থা থেকে উত্তরনের জন্য বৃক্ষরোপন ছাড়া কোন উপায় নাই। রাজশাহী শহরকে সুবজে ঘিরে দিতে শুরু হয়ে বৃক্ষরোপন কার্যক্রম।
আর এই কার্যক্রমের কিছুটা অংশিদার হয়েছেন রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইট। তিনি রোববার সকাল ৬ টায় রাজশাহীর পদ্মাপাড়ে, তাল, বেল, ছয়তন ও কামড়াঙ্গা গাছ রোপণ করেন তিনি। এ সময়ে তিনি বলেন, রাজশাহী শহরকে বিগত সরকারের মদদপুষ্ট রাজশাহীর সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। তিনি তথাকথিত উন্নয়নের নামে প্রয়োজনে, অপ্রয়োজনে শহরের বিভিন্ন এলাকার গাছ কেটে সাবার করেছে।
তিনি আরো বলেন, আবাসিক এর নামে আবাদি ও বাগান কাটার নির্দেশ দেয়ায় নগরীর আশে পাশের বন শেষ করে ফেলেছে। রাজশাহী মহানগরীকে আবারও সবুজে ঘিরে দিতে তিনি অন্যান্যদের মত বৃক্ষরোপন করছেন বলে জানান সুইট। এসময়ে উপস্থিত ছিলেন সমাজসেবক ফারুক ও আকুল।