নিজস্ব প্রতিবেদক: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে কারিগরী ছাত্র আন্দোলন, বাংলাদেশের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। রোববার বেলা ১২টায় সময় নগরীর শালবাগান রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট এর সাধারণ শিক্ষার্থীবৃন্দ এই বিক্ষোভ কর্মসূচি পালন করে। রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে শিক্ষার্থীরা ছয়দফা দাবিতে এ কর্মসূচি পালন করেন।
নন টেকনিক্যাল ক্রাফট ইন্সট্রাক্টর হটাও কারিগরি শিক্ষা বাঁচাও সহ ছয়দফা দাবির মধ্যে রয়েছে, কারিগরী সেক্টর পরিচালনায় কারিগরী শিক্ষা বর্হিঃভূত কোন জনবল থাকতে পারবে না, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স ৪ বছর মেয়াদী করতে হবে এবং প্রতি সেমিস্টার (পর্ব) পূর্ণ মেয়াদের (৬মাস) করা, ২০২১ সালের বিতর্কিত নিয়োগপ্রাপ্ত সকল ক্রাফট ইন্সট্রাক্টরদের কারিগরী অধিদপ্তর এবং সকল পলিটেকনিক ইনস্টিটিউট থেকে দ্রুত অপসারণ করা, কারিগরী সেক্টরের সকল শূণ্যপদে কারিগরী জনবল দ্রুত নিয়োগ সম্পন্ন করতে হবে।
আরো দাবী সমুহের মধ্যে রয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তরের সকল নিয়োগ বিধিমালা সংশোধন ও সংস্কার করতে হবে এবং উপ সহকারি প্রকৌশলী পদে (১০ম গ্রেড) ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ব্যাতিত অন্য কেহ আবেদন করতে পারবে না এবং উপ সহকারি প্রকৌশলী ও সমমান পদ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত রাখতে হবে, ৪র্থ শিল্পবিপ্লবের চালেঞ্জ সামনে রেখে দেশে বিদেশের কর্মবাজারে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সের কারিকুলাম ঢেলে সাজাতে হবে ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে বিএসসি (পাস) কোর্স/ সমমানের মর্যাদা প্রদানে সরকারি ঘোষণা দ্রুত বাস্তবায়ন করতে হবে। মানববন্ধন ও বিক্ষোভে সরকারি, বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।