নিজস্ব প্রতিবেদক: নওহাটা পৌরসভার ১নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা আব্দুল কুদ্দুস নিজ গ্রাম মহানন্দখালী গ্রামে ইন্তেকাল করেছেন (ইন্না—–রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫০ বছর। তিনি এক ছেলে ও এক মেয়ে , আত্মীয়স্বজন, ও এলাকাবাসীসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বিকেল সাড়ে ৪টায় নিজ গ্রামে নামাজে জানাযা শেষে স্থানীয় গোরস্থানে মরহুমকে দাফন করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সহ-সম্পাদক মহানগর বিএনপির সাবেক স সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন, জেলা বিএনপি’র সদস্য ও নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, নওহাটা পৌর বিএনপি’র সদস্য সচিব রফিকুল ইসলাম রফিকসহ বিএনপি,অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, আত্মীয়স্বজন ও এলাকাবাসী।