নিজস্ব প্রতিবেদক: রাজশাহী পবা উপজেলা হরিপুর ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও পবা উপজেলা যুবদলের সদস্য সাহেব জাদার পিতা নজরুল ইসলাম নজুর রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার বাদ আসর রায়পাড়া বশরী জামে মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।
আরো উপস্থিত জেলা বিএনপি’র সদস্য অধ্যাপক আব্দুর রাজ্জাক, শেখ মকবুল হোসেন, নওহাটা পৌর বিএনপি’র সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক ও জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি সুলতান আহমেদসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের রাজশাহী জেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা ও মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড এর আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব ও যুগ্ম আহ্বায়ক, সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, আত্মীয়স্বজন, সাধারণ জনগণ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য তিনি দীর্ঘদিন থেকে কিডনী রোগে ভূগছিলেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১.৩০টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। শুক্রবার বাদ জুম্মা মরহুমের নামাজে জানাযা রায়পাড়া মোড় খেলার মাঠে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাঁকে রায়পাড়া বশরী গোরস্থানে দাফন করা হয়।