নিজস্ব প্রতিবেদক: জাতীয়তাবাদী মহিলা দল রাজশাহী জেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার বাদ আসর রাজশাহীর ঐতিহাসিক ভূবনমোহন পার্কে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন মহিলা দল রাজশাহী জেলা শাখার সভাপতি এডভোকেট সামসাদ বেগম মিতালী। সাধারণ সম্পাদক সৈয়দা রোমেনা হোসেনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি রিনা ইসলাম ও হামিদা বানু, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিনা আক্তার, সাংগঠনিক সম্পাদক রত্না বেগম ও রোকসানা, সদস্য পিয়ারীসহ জেলা, উপজেলা ও পৌরসভার সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যবৃন্দ।
উপস্থিত বক্তারা বলেন, নারীদের ক্ষমতায়ন ও নারী উন্নয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা এই দল গঠন করছিলেন। মহিলা দল হচ্ছে এই সুসংগঠিত একটি দল। এই দলের নারীরা অত্যন্ত ভদ্র ও পরোপোকারী বলে উল্লেখ করেন তিনি। বক্তব্য শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ছেলে আরাফাত রহমানসহ মৃত্যুবরনকারী বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ ও সকল মুসলিম ব্যক্তির রুহের মাগফিরাত এবং বেগম খালেদা জিয়াসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ ও সকল অসুস্থ ব্যক্তির সুস্থ্যতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।