নিজস্ব প্রতিবেদক: জাতীয়তাবাদী মহিলা দল রাজশাহী মহানগর শাখার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রাজশাহীর মালোপাড়াস্থ বিএনপি দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগরের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা। সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর মহিলা দলের সভানেত্রী এডভোকেট রওশন আরা পপি।
মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সকিনা খাতুন এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সদস্য সচিব মামুন অর রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা, রাজশাহী মহানগর মহিলা দলের সহ-সভাপতি নুরজাহান বেগম, লাকী ও নাসিরা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক আসমাউল হুসনা ও গুলসান আরা মমতা, সাংগঠনিক সম্পাদক জরিনা খাতুন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সিফাত জেরিন তুলি, ক্রীড়া সম্পাদক বিথি, সহ ক্রীড়া সম্পাদক লাভলীসহ মহানগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যগণ।
প্রধান অতিথি বলেন, একটি অংশকে বাদ দিয়ে কোন দেশের উন্নয়ন করা সম্ভব নয়। এ কথাটি বুঝেই স্বাধীনতার ঘোষক, বাংলার রাখাল রাজা, উন্নয়নের রুপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহিলাদল গঠন করেছিলেন। তিনি বুঝেছিলেন নারীর উন্নয়ন ও নারীর ক্ষমতায়ন ছাড়া তাদেরও সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব নয়। পিছিয়ে পরা ঐ সকল নারীদের উন্নয়ন করার লক্ষেই তিনি এই দল গঠন করেছিলেন। সেইথেকে মহিলা দল নারীদের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি। সেইসাথে মহানগরের ওয়ার্ডগুলোতে কমিটি গঠন করার ক্ষেত্রে তাদের এবং অত্র ওয়ার্ড বিএনপি’র সহযোগিতা নেয়ার পরামর্শ দেন তিনি।
বক্তব্য শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ছেলে আরাফাত রহমানসহ মৃত্যবরনকারী বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ ও সকল মুসলিম ব্যক্তির রুহের মাগফিরাত এবং বেগম খালেদা জিয়াসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ ও সকল অসুস্থ ব্যক্তির সুস্থ্যতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।