নিজস্ব প্রতিবেদক: একমাত্র সম্পদের লোভে সন্তান হতে দিচ্ছেনা। আগের সন্তানও পেটে থাকতেই তারা মারপিট করে নষ্ট করে দিয়েছে। এখন তিনি দুই মাসের অন্তসত্বা। এবারেও তাঁর পেটের সন্তান নষ্ট করা জন্য মামী শাশুরী, তাঁর ছেলের বউ শরীফা ও ছেলে আরিফ উঠে পরে লেগেছে। এ নিয়ে দরগাপাড়ার (কসাই পাড়া জ্যোতমহিষ) নিবাসী, দাদন ব্যবসায়ী শরিফা, বিলসি ও মাদকব্যবসায়ী ও মাদকসেবী আরিফ এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন রাজশাহী হোসেনীগঞ্জের ভূক্তভোগি শারমিন সুলতানা শিলা।
সোমবার নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে পাঠ করেন শারমিন সুলতানা শিলা। উপস্থিত ছিলেন, শিলার বোন আফসানা, চাচাতো ভাই সাদ্দাম এবং আরেক বোন রাজশাহী জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক লাইলা সুলতানা লিজা।