নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজশাহী মহানগরের অন্তর্গত ৩নং ওয়ার্ড যুবদলের আয়োজনে ফেনী, কুমিল্লা ও লক্ষ্মীপুর এলাকার বন্যার্তদের মাঝে ত্রান সমাগ্রী বিতরণ করা হয়। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন এর সহযোগিতায় ৩নং ওয়ার্ড যুবদললের নেতৃবৃন্দ ও বহরমপুর স্বেচ্ছাসেবী সংস্থা ও এলাকাবাসির উদ্যোগে এই ত্রান বিতরণ করা হয়।
মোট দুইশত পরিবারের মধ্যে পাঁচ কেজি চাল, দুই কেজি আলু, এক লিটার সয়াবিন তেল, হাফ কেজি পেঁয়াজ, হাফ কেজি মুসুর ডাউল, হাফ কেজি লবন, চারশ পাতা নাপা ট্যাবলেট ও চারশ টি ওরস্যালাইন বিতরণ করা হয়। এ সময়ে রাজশাহী মহানগর যবদল নেতা হাশেম আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।