নিজস্ব প্রতিবেদক: রাজশাহী পবা উপজেলা হরিপুর ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম নজুর রুহের মাগফিরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার বাদ আসর হরিপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতন হলে প্রানভয়ে পালিয়ে যায় সরকার প্রধান খুনি শেখ হাসিনা। তাঁর সাথে সাথে পালায় এবং আত্মগোপনে যায় তার সকল দোসর এবং আমলারা। এ সুযোগে তার কিছু দোসর দলের মধ্যে প্রবেশ করে দেশে ভাঙ্গচুর ও জ¦ালাও পোড়াও করে। সন্ত্রাসী, চাঁদাবাজ, খুনি ও লুটেরা আওয়ামীলীগকে কোনভাইে বিএনপিত ঠাঁই দেয়া হবেনা। এ বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। কারন বিএনপি সন্ত্রাসকে প্রশ্রয় দেয়না। আর কোন প্রকার দ্বিধাদন্দ না করে আগামী নির্বাচনে দল যার হাতে ধানের শীষ তুলে দেবেন তার হয়ে সবাই কাজ করবেন বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরো বলেন, বিগত হায়না সরকারের প্রধান, সাধারণ সম্পাদক ও অন্যান্য অবৈধ এমপি, মন্ত্রীরা বলে বেড়াতেন যে আওয়ামী লীগে সরকারের পতন হলে দেশে পাঁচ লক্ষাধীক লোক মারা যাবে। কিন্তু ঐ হায়না সরকার তার কুলাঙ্গার ছাত্রলীগ ও আজ্ঞাবহ বাহিনী দিয়ে শত শত ছাত্র-জনতাকে হত্যা করেছে। অথচ আওয়ামী লীগের পতনের পরে দেশে কোন লোককে বিএনপি হত্যা করেনি। এ থেকেই প্রমানিত হয় বিএনপি কখনো সন্ত্রাসী কর্মকান্ডের সাথে যুক্ত নয়। তিনি আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের কোন প্রকান নেতাকর্মীর সাথে সখ্যতা না রাখার জন্য আহ্বান জানান। আর কেউ যদি দলের সিদ্ধান্তের বাহিরে যায় তাহলে দল তাকে ছেড়ে কথা বলবে না বলে হুঁশিয়ারী দেন। সেইসাথে ১৫ তারিখের শোভাযাত্রায় সকলকে অংশগ্রহন করার আহ্বান জানান তিনি। বক্তব্য শেষে তাঁর সহ মৃত সকল মুসলিম ব্যক্তি ও বেগম খালেদা জিয়াসহ অসুস্থ সকল ব্যক্তির সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
হরিপুর বিএনপি সদস্য সচিব আব্দুল মান্নাফ এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য অধ্যাপক আব্দুর রাজ্জাক, শেখ মকবুল হোসেন, নওহাটা পৌর বিএনপি’র সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক ও নওহাটা পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মামুনুর সরকার জেড, মহানগর ১নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজা, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি সুলতান আহমেদ, বর্তমান সদস্য ও মরহুমের ছেলে সাহেব জাদা, পবা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাইজুল ইসলাম পবা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন আকতারুজ্জামান, এডভোকেট তারেক হোসেন।
এছাড়াও সবিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের রাজশাহী জেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা ও মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড এর আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব ও যুগ্ম আহ্বায়ক, সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, আত্মীয়স্বজন, সাধারণ জনগণ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য তিনি দীর্ঘদিন থেকে কিডনী রোগে ভোগার পরে গত শুক্রবার (৬ সেপ্টেম্বর ২০২৪) রাত ১.৩০টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। একইদিন বাদ জুম্মা মরহুমের নামাজে জানাযা রায়পাড়া মোড় খেলার মাঠে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাঁকে রায়পাড়া ও বশরী গোরস্থানে দাফন করা হয়।