নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা তাঁতী দলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ত্রাণ বিতরণ শেষে ঢাকা ফেরার পথে নারায়ণগঞ্জের সোনারগাঁ হোটেলের সামনে তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী আহ্বায়ক আবুল কালাম আজাদ এর গাড়ি বহরে হামলার প্রতিবাদে কাটাখালীর রাজশাহী-ঢাকা মহাসড়কে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিল ও সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা তাঁতীদলের সভাপতি কুতুব উদ্দিন বাদশা। রাজশাহী জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক এম মুঈদ খান এর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন রাজশাহী জেলা তাঁতীদলের সহ-সভাপতি মাজারুল ও যুগ্ম সাধারণ সম্পাদক খোকন আলি সহ সাবেক ও বর্তমান জেলা, উপজেলা ও পৌরসভা, তাঁতীদলের নেতৃবৃন্দ ।
সভাপতি বলেন, তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী আহ্বায়ক আবুল কালাম আজাদ এর গাড়ি বহরে হামলা উদ্দেশ্য প্রণোদিত ও ন্যাক্কার জনক। হামলা করে তাঁতীদলকে দমিয়ে রাখা যাবেনা। যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবী জানান তিনি।