নিজস্ব প্রতিবেদক: রাজশাহী লক্ষ্মীপুর বাজার ব্যবসায়ী সমিতির পাঁচ বছর মেয়াদি নয়া কমিটি ঘোষনা গঠন করা হয়েছে। গতকাল রাতে এ নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় রাকিবুল হাসান রাজিবকে সভাপতি ও আব্দুর হাকিমকে সাধারণ সম্পাদক করে মোট একুশ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি রেজাউল করিম, ইকবাল ও রতন, সহ-সাধারণ সম্পাদক বাইতুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক লিখন, সাংগঠনিক সম্পাদক হোসেন আলী তুহিন, সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন ও মনিরুল ইসলাম দপ্তর সম্পাদক সজিব ইসলাম, সহ-দপ্তর সম্পাদক লুৎফর রহমান, অর্থ সম্পাদক রানা, সহ-অর্থ সম্পাদক শাহিন ও আলী, প্রচার সম্পাদক মিনাল আহমেদ, সহ-প্রচার সম্পাদক রেজাউল ইসলাম, ক্রীড়া সম্পাদক পারভেজ, সহ ক্রীড়া সম্পাদক মামুন ও সালমান ফারসিদ এবং ধর্ম বিষয়ক সম্পাদক সাগর।
এদিকে গোলাম সারওয়ার স্বপনকে প্রধান উপদেষ্টা করে মোট পাঁচ সদস্য বিশিষ্ট উপদেষ্টা প্যানেল গঠন করা হয়। অন্যান্য উপদেষ্টা হলেন, আব্দুল কুদ্দুস, বাবলু খান, সামসুল ইসলাম ও আব্দুল গাফ্ফার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সহ-সভাপতি গোলাম সারওয়ার স্বপন। তিনি নব গঠিত কমিটিকে সুন্দর ভাবে কোন প্রকার বৈষম্য না করে কার্যক্রম পরিচালনা করার আহ্বান জানান।