নিজস্ব প্রতিবেদক: দাওয়াত এবং প্রশিক্ষণে মজবুত হবে সংগঠন, জ্ঞানের আলোয় গড়বো সমাজ সফল হবে আন্দোলন, এই স্লোগানকে সামনে রেখে রোববার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী অঞ্চল পশ্চিমের আয়োজনে সাথী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেনারেল সেক্রেটারী জাহিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ৫আগস্ট বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। দেশের ছাত্র-জনতা জীবন বাজি এবং জীবন উৎসর্গ করে এই স্বাধীনতা এনেছেন। কোন দলের একার কৃতিত্ব নয় এটা বলে উল্লেখ করেন তিনি। তিনি শিবির নেতা শহীদ আলী রায়হানের কথা স্মরন করে বলেন, শিবিরের পক্ষ থেকে এই আন্দোলনে কতজন শহীদ হয়েছেন তার কোন তালিকা করা হয়নি। কারন যারাই প্রান দিয়েছেন তারা এদেশের সন্তান ও সম্পদ। এজন্য কাউকে আলাদা করে ট্যাগ লাগানোর কিছু নাই।
তিনি আরো বলেন, ছাত্র শিবিরকে এই স্বাধীনতার পূর্ব পর্যন্ত কেউ ভাল চোখে দেখেনি। দেখা মাত্র তাদের আক্রমন করা হতো। সেইসাথে ছাত্রলীগের সন্ত্রাসীরা স্লোগান দিতো ধর ধর শিবির ধর একটা একটা করে জবাই কর। বিগম পনের বছরে তাদের হাজার নেতাকর্মী আটক করে জেলে দিয়েছে। সেইসাথে শত শত নেতাকর্মীকে হত্যা করেছে বিগত সরকার। কিন্তু এতো কিছু করেও হাসিনা সরকার টিকে থাকতে পারেনি। তাঁদেরকে দেশ ছেড়ে পালাতে হয়েছে।
তিনি আরো বলেন বিগত আওয়ামীলীগ সরকারকে বিতারিত করতে শিশু থেকে সকল শ্রেনিপেশার মানুষ প্রাণ দিলেও এখনো স্বাধীনতা অর্জিত হয়নি। আওয়ামী প্রেতাত্তারা এখনো ওঁত পেতে আছে। সুযোগ পেলেই ছোবল দেবে বলে জানান প্রধান অতিথি। তিনি বলেন, ছাত্রলীগের ন্যায় কোন শিক্ষার্থীকে জোরপুর্বক মিছিলে নিয়ে আসা যাবেনা। কোন হল দখল করা যাবেনা। যারা মেধাবী তারা আপনা আপনি হলে সিট পাবে। তিনি আরো বলেন, ছাত্রলীগের জোর করার জন্যই শিক্ষার্থীরা দলের উপরে বিরক্ত হয়ছিলো। সেই কাজ করা যাবেন। তিনি ছাত্রশিবিবের সকল শিক্ষার্থীদেও মনোযোগ সহকারে পড়ালেখা করার পরামর্শ দেন। সেইসাথে আগামীতে সজাগ দৃষ্টি রেখে রাজনীতি করার আহ্বান জানান পধান অতিথি।
রাজশাহী তেরখাদিয়ার একটি কনবেনশন সেন্টারে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রশিবির রাজশাহী মহানগরের সভাপতি সিফাত উল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রশিবির কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক সিদ্দিক আহমেদ, বাংলাদেশ ছাত্রশিবির রাজশাহী বিশ^বিদ্যালয়ের সভাপতি আব্দুল মোহাইমেন, জামায়াত রাজশাহী মহানগরের আমির ড. মাওলানা কেরামত আলী, রাজশাহী মহানগরের সাবেক সভাপতি শাহাদাত হোসেন, গোলাম মর্তুজা, জসিম উদ্দিন সরকার, হাফেজ খাইরুল ইসলাম ও তৌহিদুর রহমান সুইট।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন, রাজশাহী বিশ^বিদ্যালয়ের সাবেক সভাপতি আশরাফুল আলম ইমন, নওগাঁ জেলা পূর্বেও সভাপতি সারোয়ার হোসেন ও পশ্চিমের রাকিবুল হাসান। এছাড়াও ছাত্র শিবিরি বিভিন্ন থানা, ওয়ার্ড ও বিভিন্ন শিক্ষার্থী প্রতিষ্ঠানের ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।