নিজস্ব প্রতিবেদক: নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ রাজশাহীর আয়োজনে নানা দাবীতে পতাকা মিছিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বেলা ১১টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শাপলা চত্বর থেকে তারা পতাকা মিছিল বের করে লক্ষ্মীপুর মোড় হয়ে ঘোষপাড়ার মোগ ঘুরে পুণরায় শাপলা চত্বরে এসে শেষ করেন। এ সময়ে তারা নানা ধরনের স্লোগান দেন। মিছিল শেষে তারা সংুক্ষিপ্ত সমাবেশ করেন।
সমাবেশে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিষ্টার পদ থেকে নন-নার্স প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অপসারণপূর্বক উক্ত পদগুলোতে নার্সিং কর্মকর্তাদের পদায়নের এক দফা দাবি জানানো হয়। সমাবেশে বক্তারা বলেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূর নার্সিং পেশা নিয়ে জঘন্য কটূক্তি ও হেয় প্রতিপন্ন করায় নার্সিং সমাজ বিক্ষুদ্ধ হয় এবং এর প্রতিবাদে গত ৯ সেপ্টেম্বও ২০২৪ ইং তারিখ হতে এক দফা দাবিতে আন্দোলন শুরু করা হয়। এতে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূর সহ সকল পরিচালক, নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার এর অপসারন এবং উক্ত সকল পদে উচ্চশিক্ষিত ও অভিজ্ঞ নার্স কর্মকর্তাগণকে পদায়ন করতে হবে বলে এক দফা দাবী তোলেন। এবং বাস্তবায়নে বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে।
চলতি মাসের গত ১১ সেপ্টেম্বর নার্সিং প্রতিনিধিবৃন্দকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত সভায় দাবী পুরনের আশ্বাস প্রদান করার পরেও বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলে রেজিস্ট্রার পদে পুনরায় নন-নার্সিং প্রশাসনিক কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে, যা চলমান আন্দোলনকে উস্কে দেয়ায় শামিল এবং নার্সিং সমাজ তা ঘৃণা সহকারে প্রত্যাখ্যান করে।
পুনঃনির্ধারিত কর্মসূচি মোতাবেক নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ এবং তাৎক্ষণিকভাবে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ পালিত হয়েছে। দাবি পূরণ না হওয়ায় গত ১৪ সেপ্টেম্বর শনিবার দেশব্যাপি বাংলাদেশের সকল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান যেমন, মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, জেলা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্স ও সকল নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
তারা আরো বলেন, গত ১৫ সেপ্টেম্বর রোববার নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরকে ওএসডি করা হয়। কিন্তু এখন পর্যন্ত বাকি পরিচালকদের অপসারণ করা হয় নাই। অত্র পরিচালকদের অপসারণ পূর্বক পদসমূহে অনতিবিলম্বে যোগ্যতাসম্পন্ন নার্সিং কর্মকর্তাগণকে পদায়ন করার এক দফা যৌক্তিক দাবি বাস্তবায়নের লক্ষ্যে তারা এই পতাকা মিছিল করেন বলে জানান তারা।
এ সময়ে উপস্থিত ছিলেন নার্সিং সংস্কার পরিষদ রাজশাহীর প্রধান সমন্বয়ক রাজশাহী নার্সিং কলেজের মনিরুল হাসান, সমন্বয়ক রাজশাহী নার্সিং কলেজের আকতারা বেগম ও শহিদুজ্জামান শাহীন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কামরুন নাহার, মুঃ খলিলুর রহমান ময়েজ উদ্দীন, মামুনুর রশিদ, সাদরুল ইসলাম, ফকরুল ইসলাম, শরিফুল ইসলাম, ইলিয়াস সরেন, সাইফুল ইসলাম, আজাদুজ্জামান, আব্দুর রহমান, আসমা খাতুন, আফসানা পারভীন, আরিফুল ইসলাম, মুক্তা জামান, রাজশাহী বক্ষব্যাধি হাসপাতালখন্দকার গোলাম হোসেন, রাজশাহী সিভিল সার্জন অফিসের আয়নাল হক, শিক্ষার্থী, পোস্ট বেসিক, রাজশাহী নার্সিং কলেজের সাইমুম আহম্মেদ, বেকার নার্স মুশফিকুর রহমান কানন, রাজশাহী নার্সিং কলেজের শিক্ষার্থী জহিরুল ইসলাম, আব্দুল্লাহ আল কাফী ও আফরোজ সুলতানা। এছাড়াও সিনিয়র-জুনিয়র নার্সসহ সরকারী ও বেসরকারী বিভিন্ন নার্সিং ইন্সটিটিউটের শত শত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।