নিজস্ব প্রতিবেদক: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ. এইচ.এম সফিকুজ্জামান মঙ্গলবার বিকেল ৪টায় ইউসেপ রাজশাহী টিভিইটি ইনস্টিটিউট পরিদর্শন ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। তিনি “শিল্পের উৎপাদনশীলতা বৃদ্ধিতে পিছিয়েপড়া যুবসমাজকে শিল্পশ্রমিকে রুপান্তর প্রকল্প (টিবিআইপি)”এর অধীনে বিভিন্ন ট্রেড পরিদর্শন করেন এবং প্রশিক্ষণার্থীদেও প্রশিক্ষণ বিষয়ে বিভিন ্নবিষয় জিজ্ঞাসা করেন। অত্র কার্যক্রম ও মতবিনিময় সভায় আবু আশরীফ মাহমুদ, প্রকল্প পরিচালক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে জুলাই ২০২৩ থেকে সেপ্টেম্বর ২০২৪ সেশনের বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউসেপ বাংলাদেশ, রাজশাহী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক শাহিনুল ইসলাম ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রহিম খান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবদুছসামাদ আল আজাদ, রাজশাহী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার, বিভাগীয় শ্রম দপ্তর, রাজশাহীর পরিচালক মোহাম্মদ আমিনুল হক, পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাসান, ইউসেপ বাংলাদেশ, রাজশাহী রিজিওনের নিয়োগ কর্তা কমিটির চেয়ারপার্সন ও উইমেন এন্টারপ্রেনার এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রাজশাহী সভাপতি আঞ্জুমান আরা পারভীন এবং ইউসেপ বাংলাদেশ রাজশাহী রিজিওনের নিয়োগকর্তা কমিটি ভাইস চেয়ারপারসন ও প্রাণ এগ্রো লিমিটেড রাজশাহী এজিএম, সাইদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ইউসেপ রাজশাহী রিজিওনের এর কর্মকর্তাবৃন্দ, প্রশিক্ষণার্থী এবং প্রশিক্ষকগণ।
সভায় আব্দুর রহিম খান, মহাপরিচালক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং প্রধান অতিথি মাননীয় সচিব এ. এইচ.এম সফিকুজ্জামান ইউসেপ বাংলাদেশ ও টিবিআইপি প্রকল্পের কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং উত্তোরোত্তর সাফল্য কামনা করেন।